মিরপুরে বিদ্যুৎ স্পর্শে কাশেম বিশ্বাস নামের একজনের মৃত্যু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে বিদ্যুৎ স্পর্শে কাশেম বিশ্বাস নামের একজনের মৃত্যু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১৮, ২০২৩
মিরপুরে বিদ্যুৎ স্পর্শে কাশেম বিশ্বাস নামের একজনের মৃত্যু

মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের সুন্দাহ নফরকান্দ বিলের মাঠে ১৮/০৮/২০২৩ শুক্রবার সকাল আনুমানিক ৯ টার সময় কাজ করতে নামলে বিদ্যুৎ স্পর্শে কাসেম বিশ্বাস(৫৫) এর মৃত্যু হয়েছে । নিহত কাশেম বিশ্বাস ছাতিয়ান ইউনিয়নের নফলকান্দি গ্রামের মৃত বিষু বিশ্বাসের ছেলে।

মিরপুরে বিদ্যুৎ স্পর্শে কাশেম বিশ্বাস নামের একজনের মৃত্যু

মিরপুরে বিদ্যুৎ স্পর্শে কাশেম বিশ্বাস নামের একজনের মৃত্যু

মিরপুরে বিদ্যুৎ স্পর্শে কাশেম বিশ্বাস নামের একজনের মৃত্যু

এলাকাবাসীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত অন্য একটি মটর থেকে অবৈধ্য ভাবে বিদ্যুৎ সংযোগ লাইন মাঠের মধ্যে থেকে ৯০০ মিটার দুরে নিয়ে গিয়ে অন্য সেলোতে সংযোগ দিয়েছে। তাছাড়া কেউ নিষেধাজ্ঞা করলে বিভিন্নভাবে লোকদের হুমকি ধামকি দিতেন সেলোর মালিক সাইদুর রহমান (নেটা )।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

সাইদুর রহমান (৫০) সুন্দাহ এলকার একই ইউনিয়নের বাসিন্দা মৃত কপিলউদ্দি নেটার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের বিষয় টি নিয়ে সাইদুর রহমানের সাথে এলাকাবাসী সহ আত্মীয় স্বজনরা কথা বলতে গেলে চরম হইচই পড়ে যায়। পরবর্তীতে এলাকাবাসী সাইদুর রহমান ও তার ভাইস্তে জহুরুল কে পুলিশের হাতে তুলে দেন। সাইদুর রহমান নেটার নামে একাধিক মারামারির মামলা রয়েছে। আপাতত এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পড়েছে শোকের ছায়া।

এ বিষয়ে মিরপুর থানার ওসিকে মুঠোফোনে জিজ্ঞাসা করলে তিনি জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: