শেখ হাসিনার কারামুক্ত দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের আলোচনা সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

শেখ হাসিনার কারামুক্ত দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের আলোচনা সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১২, ২০২৩
শেখ হাসিনার কারামুক্ত দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের আলোচনা সভা

শেখ হাসিনার কারামুক্ত দিবস: কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান বলেছেন, জামায়াত শিবির আবার মাঠে নেমেছে। তাদের উল্লাস নিয়ে আমাদের ভাবার বিষয় আছে। দুই মাস আগেও কুষ্টিয়ায় কোন বিএনপি ছিলনা। এখন তাদের উল্লাস আমরা দেখতে পাচ্ছি। যেটা আমাদের ভ্রান্তনীতী ,ভ্রান্ত রাজনীতী, ভ্রান্ত ধারনা। সকলের ধারনা ওরা একদিন আমাদের কোন এক সময় কাজে লাগবে। কাজে ঠিকই লাগবে আওয়ামীলীগ যখন বিপদগ্রস্থ হবে। তাই এদিক থেকে সাবধান হতে হবে।

শেখ হাসিনার কারামুক্ত দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের আলোচনা সভা

শেখ হাসিনার কারামুক্ত দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের আলোচনা সভা

শেখ হাসিনার কারামুক্ত দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের আলোচনা সভা

‘ওয়ান-ইলেভেনের’ সরকারের সময় শেখ হাসিনা দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের এই দিনে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান। তিনি বলেন, প্রকৃতপক্ষে গণতন্ত্রকে বন্দি করার জন্য, গণতন্ত্রের পায়ে শেকল পরানোর জন্যই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ২০০৭ সালে ১৬ জুন গ্রেপ্তার করা হয়েছিল। সুতরাং, আজকের এই দিনটি শুধু ব্যক্তি শেখ হাসিনার মুক্তি দিবস নয়, গণতন্ত্রের মুক্তি দিবস। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় না আসলে বাংলাদেশ উন্নত সম্মৃদ্ধে এগিয়ে যেতো না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকাকে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে কাজ করার আহব্বান জানান তিনি।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

অপরদিকে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজগর আলী বলেছেন,ষড়যন্ত্র আগেও ছিলো, এখনও আছে , ভবিষ্যতেও থাকবে। বর্তমানে ছাত্রদল ও ছাত্রশিবির মাথাচাড়া দিয়ে রাস্তায় নেমেছে। দেশকে অস্থিতিশীল করে তুলছে। আওয়ামীলীগ এবং দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারা। বিএনপি জামায়াত শিবিরের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আমরা এক সময় সকল ষড়যন্ত্র মোকাবেলা করেছি। এখনও ষড়যন্ত্র মোকাবেলা করার সাহস আছে। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের সাথে নিয়ে বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্যায়ের কাছে মাথানত করেন নাই, জনগণের জন্য বঙ্গবন্ধুর জীবন ছিলো নিবেদিত। তেমনি তার যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সারা জীবন ধরে গণতন্ত্রের জন্য ও মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছেন।

২০০৭ সালে যেদিন বঙ্গবন্ধুকন্যাকে বন্দী করা হয়েছিল, সে? দিন শুধু তাঁকেই নয়, গণতন্ত্রকেও বন্দী করা হয়েছিল। শত্রুরা বার বার শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছে, পারে নাই। যুদ্ধের পর বাংলাদেশ ছিলো অবহেলিত দেশ। এই দেশটাতে অনেকে ক্ষমতায় এসেছে, কিন্তু বর্তমানে যে উন্নয়ন হয়েছে তা আগে কখনো হয়নি। অবহেলিত বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধে এগিয়ে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে পুনরায় আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসবে, তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

রবিবার (১১জুন) বিকেল ৪টার সময় কুষ্টিয়া শহরের এনএস রোডের বঙ্গবন্ধু সুপার মার্কেটে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আওয়ামীলীগ আয়োজিত গনতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার কারামুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভায় ঐ আওয়ামীলীগ নেতৃবৃন্দ এসব কথা বলেন। কারামুক্ত দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খাঁন।

জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজগর আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ আ ফ ম আমিনুল হক রতন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাসানুল আসকার হাসু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মমিনুর রহমান মোমিজ, জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ছাত্র নেতা হাবিবুল হক পুলক,কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ আ স ম আক্তারুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক আলহাজ্ব তরিকুল ইসলাম মানিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মীর শওকত আলী বকুল, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক এ্যাডঃ শীলা বসু, জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ আনোয়ারুল হক, কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা । সভা শেষে জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দেশ ও জাতীর কল্যান কামনা করে এবং বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা আওয়ামী তাতীলীগের সাধারন সম্পাদক মোঃ হারুন আর রশিদ।

আরও পড়ুন: