কুষ্টিয়া ০২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনএম দলের নোঙ্গর প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুর রহমান স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব কামারুল আরেফিনকে সমর্থন জানিয়ে তার নির্বাচনী কার্যক্রম বন্ধ করার ঘোষনা দিলেন এবং ভোটের দিন পর্যন্ত তার নেতা-কর্মীদেরকে ট্রাক প্রতীকে নির্বাচন করার নির্দেশনা দিলেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুর পুরাতন বাজারের বিএনএম কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি ট্রাক প্রতীকে নির্বাচন করার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় তিনি বলেন -বিগত পৌরসভা নির্বাচনে অল্পের জন্য আমি মেয়র হতে পারিনি। আমার নেতাকর্মীদের মধ্যে এমপি হওয়ার চেয়ে পৌর মেয়র হওয়ার আকাংখাই বেশি।
তাছাড়া মিরপুর ভেড়ামারার জনগনের বৃহত্তর স্বার্থে কামারুল আরেফিনের মতো একজন যোগ্য প্রার্থীর এমপি হওয়ায় প্রয়োজন হয়ে পড়েছে। তাই আমি নিজেকে প্রত্যাহার করে তাকে সমর্থন জানাচ্ছি। এতে কোন প্রকার চাপ বা ভয় কাজ করেনি। নেতা-কর্মীদের আগ্রহ থেকেই আমি করেছি। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনএম এর সভাপতি আব্দুল মান্নান, মিরপুর পুরাতন বাজার কমিটির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, কামারুল আরেফিনের সহধর্মিণী দিশা আরেফিন সহ স্থানীয় বিএনএম এর নেতা-কর্মী বৃন্দ।
