এখন আর সারের জন্য কাউকে গুলি খেয়ে মরতে হয়না : কামারুল আরেফিন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

এখন আর সারের জন্য কাউকে গুলি খেয়ে মরতে হয়না : কামারুল আরেফিন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১১, ২০২৩
এখন আর সারের জন্য কাউকে গুলি খেয়ে মরতে হয়না : কামারুল আরেফিন

বাংলাদেশ আজ কৃষিতে স্বয়ং সম্পন্ন বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায়, এখন কৃষক নির্দ্বিধায় সার পায় সারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয়না, সারের জন্য কাউকে গুলি খেয়ে মরতে হয়না।

এখন আর সারের জন্য কাউকে গুলি খেয়ে মরতে হয়না : কামারুল আরেফিন

এখন আর সারের জন্য কাউকে গুলি খেয়ে মরতে হয়না : কামারুল আরেফিন

এখন আর সারের জন্য কাউকে গুলি খেয়ে মরতে হয়না : কামারুল আরেফিন

তিনি উপস্থিত সার ডিলারদের উদ্দেশ্য বলেন- আপনারা সার নিয়ে কোন রকম নয় ছয় করবেন না, মিরপুর উপজেলার ভিতরে কোন রকম ভেজাল কৃষি পণ্য বিক্রি করবেন না। মিরপুরে সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে নকল ও ভেজাল কৃষি পণ্যের ক্ষতি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠানে উপরোক্ত বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে শুরুতে আলোচনা সভার মুল প্রবন্ধ উপস্থাপন করেন সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের হেড অফ প্রোজেক্ট সিকিউরিটি মেজর (অবঃ) জামাল হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিছুর রহমান, জেলা সার ডিলার মালিক সমিতির সাবেক সভাপতি জসিম উদ্দিন, সদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাজেদুল আলম বাচ্চু, সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের ডিমান্ড প্লানিং ম্যানেজার আনিসুল্লাহ্ হাসান, প্রশিক্ষণ কর্মকর্তা অভিনয় সাহা সৌম, পরিবেশক শাহ্ আলম, আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজম প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক তোহিদ হোসাইন।

আরও পড়ুন: