কুমারখালীতে উপজেলা মহিলা আ.লীগের স্মরণকালের বড় কর্মী সমাবেশ অনুষ্ঠিত
বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা ও বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় কুমারখালী পৌর বাস টার্মিনাল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত সভায় নেতাকর্মীদের বসার জন্য তিন হাজার ৫০০ পিচ চেয়ার পাতা ছিল বলে জানা গেছে। উপজেলা মহিলা আওয়ামীলীগের স্মরণকালের বড় সমাবেশ হয়েছে বলে দাবি উপজেলা মহিলা আওয়ামীলীগের। সমাবেশে প্রায় ৫ হাজার মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কুমারখালীতে উপজেলা মহিলা আ.লীগের স্মরণকালের বড় কর্মী সমাবেশ অনুষ্ঠিত
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া ০৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।
বক্তব্যে ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেন, বর্তমান সরকার আপনাদের জন্য বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্ত ভাতা, বয়স্ক ভাতাসহ নানান সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন। সেগুলো প্রতিটি ঘরেঘরে গিয়ে মানুষের কাছে বলতে হবে। আগামী দ্বাদশ নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে নারীরা অগ্রহণী ভুমিকা পালন করবে। উপজেলা আওয়ামীলীগের স্মরণকালের বড় সমাবেশ এটি।
তিনি আরো বলেছেন, ‘ জামাত – বিএনপি অতীতে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে দেশে সন্ত্রাসী, জঙ্গিবাদী, জ্বালাও পুড়াও করছে। তারা আবার আগামী নির্বাচনে সামনের দরজা দিয়ে ক্ষমতায় আসার পায়তারা করছে। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে আমরা নারী – পুরুষ সম্মিলিত ভাবে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে চিরতরে বিদায় জানাবো।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা পারভীন রোজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শারমিন রিমার সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেব উন নিসা সবুজ ও সাধারণ সম্পাদক এ্যাড. খন্দকার সামস তানিম মুক্তি, কুমারখালী একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মমতাজ বেগম, সমাবেশ আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, কুমারখালী উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুনসহ প্রমূখ।
