চর সাদিপুরে আ.লীগের আলোচনা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত
কুষ্টিয়ার কুমারখালীতে শোকাবহ আগস্ট উপলক্ষ্যে আলোচনা সভা এবং আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চর সাদিপুরে আ.লীগের আলোচনা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত
বৃহস্পতিবার বিকেলে চর সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ঘোষপুর বাজার এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ, চর সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মানিক, ইউপি চেয়ারম্যান মেছের আলী খাঁসহ প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেছেন, ‘ নির্বাচন আসলেই জামাত – বিএনপি ষড়যন্ত্র শুরু করে। দেশের মধ্যে নাশকতার পায়তারা করে। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতা চলমান রাখতে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।’
