কুষ্টিয়া সিসিডির আয়োজনে নলেজ শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সিসিডির আয়োজনে নলেজ শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ২২, ২০২৩
কুষ্টিয়া সিসিডির আয়োজনে নলেজ শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

কুষ্টিয়া বিভিন্ন সংবাদকর্মীদের নিয়ে সিসিডির আয়োজনে ও ইন্টারনিউজের সহায়তায় নলেজ শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই সকালে জিএসএম ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া সিসিডির আয়োজনে নলেজ শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

কুষ্টিয়া সিসিডির আয়োজনে নলেজ শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

কুষ্টিয়া সিসিডির আয়োজনে নলেজ শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালাটির প্রশিক্ষক হিসেবে সংবাদপত্র ও সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরেন ডিবিসি নিউজ টেলিভিশন ও দৈনিক সমকাল পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ হোসাইন রানা, এসময় তিনি বলেন সংবাদপত্র ও সাংবাদিকতা এমন একটি বিষয় যার সত্যতা যাচাই করে সঠিক তথ্য তুলে ধরতে হয়।অনেক ক্ষেত্রে দেখা যায় কোন ইনফরমেশন সাংবাদিকদের কাছে আসলে তা ফ্যাক্ট চেকিং বা যথাযথ কর্তৃপক্ষের নিকট নিশ্চিত না হয়ে অনেকেই সংবাদ প্রকাশ করেন, তাই প্রত্যেকটা সংবাদ প্রচার বা প্রকাশ করার আগে ভালো ভাবে ফ্যাক্ট চেকিং করতে হবে। বিভিন্ন ভুয়া এবং গুজব নির্ভর সংবাদ, ছবি এবং ভিডিও চিহ্নিত করতে সিসিডি বাংলাদেশ কাজ করে যাচ্ছে ।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

অনেক সময় কোন ইনফরমেশন পেলে তা সত্যতা যাচাই না করেই অনেকেই প্রকাশ করে এর ফলে সমাজে গুজব সহ নানান বিরূপ প্রভাব পড়ে। এছাড়া অনেকেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে দেয় যা সমাজ তথা দেশের মানুষের জন্য ক্ষতিকারক, তাই আমাদের ইচ্ছাকৃতভাবে যেন ভুল না হয় এ বিষয়ে সতর্ক থাকতে হবে আজকে এই কর্মশালার মূল বিষয় হলো যেকোনো তথ্য হাতে পেলেই তা হুট করে প্রচার বা প্রকাশ না করে তার ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে সত্যতা যাচাই আগে করতে হবে।

এ কর্মশালায় অংশগ্রহণ করেন, দৈনিক ভোরের পাতার কুষ্টিয়া প্রতিনিধি কাঞ্চন কুমার হাওলাদার, দৈনিক সমকাল পত্রিকার দৌলতপুর প্রতিনিধি আহমেদ রাজু, ভয়েস অফ কুষ্টিয়ার প্রকাশক ও সম্পাদক শাহিন আহমেদ জুয়েল, দৈনিক সমকাল পত্রিকার কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান নয়ন, দৈনিক দিনের খবর পত্রিকার সরকারি সম্পাদক আজিজুল হাকিম,দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি দেলোয়ার মানিক, জি লাইভ কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার আলেক চাঁদ, দৈনিক মানবকন্ঠ পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি আব্দুল কুদ্দুস, আন্দোলনের বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার নিয়ামুল হক,, বার্তা বাজারের কুষ্টিয়া প্রতিনিধি সরোয়ার পারভেজ, দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার আবু তালহা প্রমুখ।

আরও পড়ুন: