কুমারখালীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
বিনিয়োগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া কুমারখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসন শনিবার সকালে এ অনুষ্ঠানের আয়োজন করে।

কুমারখালীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বেড় হয়। পরে উপজেলা সভাকক্ষে এক আলোচনায় অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, পৌর কাউন্সিলর এস এম রফিক। দিবসটি পালনের গুরুত্ব তুলে ধরেন কুমারখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজরিন।
