কুষ্টিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদ্যাপন উপলক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা ও বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস ২০২৩ উদ্যাপন উপলক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত। ৪ অক্টোবর বুধবার সকাল ১১ টাই জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজন চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদ্যাপন উপলক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা এসময় তিনি বলেন আজ কন্যাশিশু দিবস আজকে বাংলাদেশ মেয়েদের সম অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আজকে উপস্থিত শিক্ষার্থীরা তোমাদের বলতে চাই তোমারা লক্ষ ঠিক রেখে সবাইকে এগিয়ে যেতে হবে, সকল কাজের মধ্যেই লক্ষ আছে। উন্নয়নশীল দেশে এক ধরনের লক্ষ। নারী ক্ষমতায়ন , নারীর অধিকার নিশিত করতে হবে।আজ থেকে ১০ বছর আগের থেকে এখন অনেক পরিবর্তন হয়েছে, শুধু নারী না পুরুষদের কেউ সচেতন হতে হবে।
বর্তমানে বড় একটা চ্যালেঞ্জ হলো বাল্যবিবাহ। যারা ভালো ছাত্রী তাদের কিন্তু বাল্যবিবাহ হয়না, তাই সবাইকে পড়াশোনায় মমনোযোগ দিতে হবে। বাল্যবিবাহ থেকে মুক্তির প্রথম ধাপ হলো পড়ালেখা। বাংলাদেশে এখন বাল্যবিবাহ রোধে আইন আছে, আমরা বাল্যবিবাহ রোধে আইনী প্রয়োগ করে অনেক বাল্য বিবাহ বন্ধ করেছি।মাননীয় প্রধানমন্ত্রী লেখাপড়ার ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক উন্নয়ন করেছেন। এসময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন তোমরা সবসময়ই বেশি বেশি বলবা, যে বেশি বলতে পারবা সে তত অধিকার আদায় করতে পারবা। আর অধিকার আদায়ের একমাত্র মাধ্যমে হলো পড়াশোনা। মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন স্মার্ট বাংলাদেশে গড়ার লক্ষ তা তোমাদের হাত ধরেই হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আখতার, জেলা শিক্ষা অফিসার আল মামুন তালুকদার, জাতীয় মহিলা সংস্থার কুষ্টিয়ার চেয়ারম্যান জেবুন নেসা সবুজ, চাঁদ সুলতানা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিন আক্তার, কুষ্টিয়া মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌসের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ব্রাকের জেলা সমন্বয় অমরেশ চন্দ্র দাস, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহীনা বেগম, শিশু বিষয়ক কর্মকর্তা মখলেছুর রহমান।
