কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ককটেল সহ ০১ জন গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ককটেল সহ ০১ জন গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২৬, ২০২৩
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ককটেল সহ ০১ জন গ্রেফতার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় র‌্যাবের এক অভিযানে ছয়টি ককটেলসহ মো. জহুরুল ইসলাম বাবু (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি কুমারখালী থানার ছেউড়িয়া মন্ডলপাড়া এলাকার মৃত মনোয়ার ইসলামের পুত্র।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ককটেল সহ ০১ জন গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ককটেল সহ ০১ জন গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ককটেল সহ ০১ জন গ্রেফতার

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ রাত ৩টা ৩০ মিনিটে কুমারখালী থানাধীন ছেউড়িয়া পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ছয়টি হাতবোমা (ককটেল) সহ জহুরুল ইসলাম বাবুকে আটক করা হয়।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ককটেল সহ ০১ জন গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ককটেল সহ ০১ জন গ্রেফতার

র‌্যাব জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে কুমারখালী থানায় বাংলাদেশ দণ্ডবিধির বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর আওতায় মামলা দায়ের করা হয়েছে। অভিযানে উদ্ধারকৃত আলামতসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

প্রাসঙ্গিক প্রেক্ষাপট:
র‌্যাব দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসবাদ ও অবৈধ বিস্ফোরক দ্রব্য দমনসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ককটেল বা হাতবোমা ব্যবহার করে রাজনৈতিক সহিংসতা, চাঁদাবাজি বা নাশকতার ঘটনা বাংলাদেশে অতীতে বহুবার ঘটেছে। ফলে এই ধরনের অভিযানে উদ্ধারকৃত বিস্ফোরক ও গ্রেফতার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা মনে করছেন।