সজিব ওয়াজেদ জয় বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র : সদর খান
বৃহস্পতিবার বিকেল ৫ টায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পুত্র এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়’র ৫৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সজিব ওয়াজেদ জয় বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র : সদর খান
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মতিয়ার রহমান মজনু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. আমিনুল হক রতন, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. শিলা রানী বসু, যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পদক এ্যাড. হাসানুল আসকার হাসু, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব তরিকুল ইসলাম মানিক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আ স ম আখতারুজ্জামান মাসুম, জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি জেবুন নিসা সবুজ, জেলা আওয়ামীলীগের সদস্য আবু হেনা মোস্তফা কামাল মুকুল, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার এবং খোকসা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খান সহ আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা।
সজীব ওয়াজেদ জয়’র ৫৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. আমিনুল হক রতন বলেন, একটি জাতি গঠনের জন্য আজকের পৃথিবীতে যে পরিমান প্রতিযোগিতা এই প্রতিযোগিতার পূর্ব শর্তই হলো আমরা প্রযুক্তিগত ভাবে কতটুকু নিজেদের উপযোগী করতে পেরেছি বা পাচ্ছি বা আগামী দিনে পারবো। এসব ক্ষেত্রে আইসিটি বা তথ্য প্রযুক্তি অত্যন্ত বড় বিজ্ঞান। একজন পরমাণু বিজ্ঞানীর পুত্র সজিব ওয়াজেদ জয় নিশ্চিতভাবে তার পিতার যে মেধা এবং দক্ষতা সেটি সে ধারণ করতে পেরেছে। জাতির জনক বঙ্গবন্ধুর দৌহিত্র হওয়ার কারণে এবং জননেত্রী শেখ হাসিনা’র মত একজন বিজ্ঞ স্ট্রেটস ম্যান যিনি শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রীই নন, উনি সমস্ত জাতির জন্য একজন স্ট্রেটস ম্যান হয়ে আর্বিভূত হয়েছেন এই বাঙালী জাতির জন্য। তারই সুযোগ্য পুত্র হয়ে উঠতে পেরেছেন এবং রক্তের ধারাবাহিকতা, যে রক্তের উত্তরাধিকার, একই সাথে যিনি তার আদশ্যের উত্তরাধিকারও তিনি একাগ্রচিত্তে লালন করছেন। আমি ব্যাক্তিগতভাবে মনে করি, আগামী দিনে বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃত্ব সজিব ওয়াজেদ জয় পরিচালনা করবে।
সজীব ওয়াজেদ জয়’র ৫৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী বলেন, আমরা অনেক সময় আদর্শ, মুক্তিযুদ্ধের চিন্তা চেতনার ভাবনা থেকে অনেক দূরে সরে যায়। পকিস্থান আমলে বৈজ্ঞানিক এর সাথে বঙ্গবন্ধুর মেয়ে’র বিয়ে হয়েছে। তখন বঙ্গবন্ধু শেখ মুজিব জেলখানায় ছিলেন। এই দেশের মাটি মানুষের জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে অস্ত্র নিয়ে যুদ্ধ করে বিশ্বের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিলো। কার্ল মার্কস বা লেলিন যারা বিজ্ঞান ভিত্তিক সংগঠন করেছেন, তারা কিন্তু সমস্ত কিছু ফেল করেছেন। একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিব যেটা করেছেন, বিশ্বের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন। নজির বিহীন ইতিহাস তৈরি করেছেন। আমরা দেখেছি দলকে ভাঙ্গার জন্য ষড়যন্ত্র আগেও ছিলো, এখনও আছে। আমরা আওয়ামীলীগ যারা করি, আওয়ামী মানে জনগণ, জনগণের জন্য যে দল সে দলটা করতে হবে। সেই দিকে লক্ষ রেখে অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে হবে। আজকে ড. ওয়াজেদের সজিব ওয়াজেদ বঙ্গবন্ধুর দৌহিত্র এমন বিজ্ঞান সম্মত কাজ করেছেন ডিজিটালাইজড বাংলাদেশ করেছে। জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ তৈরি করতে চাচ্ছেন। সেই দিকে লক্ষ রেখে আমরা আমাদেরকেও স্মার্ট করতে চাই।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন, সজিব ওয়াজেদ জয় বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র । তারমত ক্লিন ইমেজের একজন নেতা পাওয়া খুব দূরহ। খালেদা জিয়া এবং তার দুই সন্তান মানি লন্ডারিং কেসে (মামলায়) খালেদা জিয়ার ছোট ছেলে মালয়েশিয়াতে মারা যায়। খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া এখন বাংলাদেশে নেতৃত্ব দিতে চায়। ২১শে আগস্টের যে বোমা হামলা, গ্রেনেড হামলা’র সমস্ত পরিকল্পনাকারী এই তারেক রহমান। খালেদা মাট্রিক পরীক্ষায় সব বিষয়ে ফেল শুধু উর্দুতে পাস, সেই কারণেই পাকিস্থানের প্রতি তাদের এত মহব্বত। আমাদের প্রধানমন্ত্রীর সন্তান সজিব ওয়াজেদ জয় আগামী দিন আমাদের নেতৃত্বে আসবে। আমরা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, বর্তমান যে প্রেক্ষাপট, আন্তজার্তিক চক্রান্ত, দেশীয় চক্রান্ত, এই চক্রান্তর মধ্যদিয়েই আওয়ামীলীগের উন্নয়ন। আগে যেমন বঙ্গবন্ধু বিশ্বনেতা হিসাবে পরিচিত ছিলো, বর্তমানে প্রধানমন্ত্রীও একজন বিশ্বনেতা। আন্তর্জাতিক চক্রান্ত এবং পরাজিত শক্তি একত্রিত হয়ে ১৫ই আগস্টের ঘটনা ঘটায়। সেইভাবেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশে। এই বিষয়ে আমাদের সবারই সজাগ থাকতে হবে। বিদেশী প্রভুরা যতই চিন্তা ভাবনা করুক, যতই স্যাংশন দিক, যতই চক্রান্ত করুক কোন লাভ হবে না। যদি আওয়ামীলীগের নেতা কর্মিরা ঐক্যবদ্ধ থাকে, তাহলে আমাদের কেউ কিছু করতে পারবে না। কেন্দ্র থেকে ধারাবাহিকভাবে শান্তি সমাবেশ এবং জাতীয় শোক দিবস সহ যাবতীয় রাজনৈতিক কর্মকান্ডগুলো মাসব্যাপী করার নির্দেশনা দিয়েছে। সেই ক্ষেত্রে কিছু কিছু বিএনপি-জামায়াত আমাদের মধ্যে এসে বিভিন্ন রকম আলাপ আলোচনা, বিভিন্ন রকম কথাবার্তা, আমাদের কিছু বক্তব্য উল্টোভাবে ধরে তার দেশব্যাপী কুষ্টিয়া জেলা আওয়ামীলীগকে একটা বিতর্কের ভিতর ফেলার চেষ্টা করেছে। এটা সম্পূর্ণ জামায়াত বিএনপি তাদের চক্রান্ত। এই চক্রান্তের সাথে আমাদের দলের মধ্যে যারা বিএনপি-জামায়াত তারাও জড়িত।
বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান আরো বলেন, ইতিমধ্যে ইংরেজিতে সজিব ওয়াজেদ জয়’র আত্মজীবনী বই বেরিয়েছে। আমরা সেটা পড়বো। তার দূর দৃষ্টি এবং দূরদর্শিতা তার সুযোগ্য মাতা জননেত্রী শেখ হাসিনা’র অবস্থানে তিনি আছেন।
