ভেড়ামারায় এ্যাডোর আয়োজনে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ প্রদান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় এ্যাডোর আয়োজনে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ প্রদান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ১২, ২০২৩
ভেড়ামারায় এ্যাডোর আয়োজনে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ প্রদান

অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অরগানাইজেশন “এ্যাডো” কর্তৃক আয়োজিত পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নে ২০১৪ সাল হতে সমৃদ্ধি কর্মসূচি চলমান রয়েছে।

ভেড়ামারায় এ্যাডোর আয়োজনে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ প্রদান

ভেড়ামারায় এ্যাডোর আয়োজনে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ প্রদান

ভেড়ামারায় এ্যাডোর আয়োজনে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ প্রদান

এই কর্মসূচির মধ্যে রয়েছে শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্য ও প্রবীণ কর্মসূচি। উক্ত শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এই ইউনিয়নে ৪০টি বৈকালীন শিক্ষা সহায়তা কেন্দ্রে শিশু শ্রেণি, প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির ৩০ জন করে সর্বমোট ১২০০ জন শিক্ষার্থীদেরকে সুন্দর ও মনোরম পরিবেশে পাঠদান করা হয়।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

সোমবার জুনিয়াদহ ইউনিয়নের অন্তর্ভুক্ত ফয়জুল্লাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এই সকল কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ২টি করে (একটি ফলজ ও একটি বনজ) সর্বমোট ২৪০০ চারাগাছ প্রদান করা হয়। চারাগাছ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, “এ্যাডো” সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জে এম নাজিমুদ্দিন আক্কেল।

বিশেষ অতিথি ছিলেন সংস্থার সহকারী পরিচালক জে এম জাহিদুন নাজিম জাকি। এছাড়াও উপস্থিত ছিলেন, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী তারেক আহম্মেদ, শিক্ষা সুপারভাইজার মোঃ তারিকুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মিঠন আলী, মোঃ জহুরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ নাদের মন্ডলসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন: