মিরপুরের নওয়াপাড়া বাজারে এসকে চঞ্চলের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরের নওয়াপাড়া বাজারে এসকে চঞ্চলের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ৩, ২০২৩
মিরপুরের নওয়াপাড়া বাজারে এসকে চঞ্চলের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ব্যবসায়ীদের মানব বন্ধন

কুষ্টিয়ার মিরপুরের নওয়াপাড়া বাজারে শুক্রবার (০২ জুন) রাত নয়টায় স্থানীয় সন্ত্রাসী ও চাদাবাজ এসকে চঞ্চল দেশীয় অস্ত্রশস্ত্র ও ২০/২৫ জন লোকজন সাথে নিয়ে হঠাৎ সন্ত্রাসী কায়দায় মহড়া দিয়ে ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে।তারই প্রতিবাদে শনিবার (০৩ জুন) সকাল সাড়ে নয়টায় নওয়াপাড়া বাজারের সাধারণ ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ করে এক বিশাল মানববন্ধনে অংশ নেয়।

মিরপুরের নওয়াপাড়া বাজারে এসকে চঞ্চলের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

মিরপুরের নওয়াপাড়া বাজারে এসকে চঞ্চলের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

মিরপুরের নওয়াপাড়া বাজারে এসকে চঞ্চলের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

মানববন্ধনে নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতাহার আলী বলেন-বিগত সময় এসকে চঞ্চল নামে এক সন্ত্রাসী নওয়াপাড়া বাজারে একটি অফিস ভাড়া নিয়ে কিছু বখাটে কিশোর ছেলেদেরকে দিয়ে নওয়াপাড়া বাজারে চাদাবাজি,সন্ত্রাসী ও মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। আমি বাজার কমিটির সভাপতি হয়ে আসার পরে এসব মাদক ব্যবসা, চাদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম সমূলে উৎপাটন করে ফেলেছি।কারন বর্তমান সরকার ও প্রশাসন সন্ত্রাস, চাদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে জিরো টলারেন্স।তাই এই বাজারের ব্যবসায়ীরা দীর্ঘদিন শান্তি শৃঙ্খলার সাথে ব্যবসা বানিজ্য করে আসছিলো।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

কিন্তু হঠাৎ করে শুক্রবার রাতে মিরপুরের এক পৌরনেতার সহযোগিতায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসকে চঞ্চল তার সন্ত্রাসী বাহিনী দিয়ে নওয়াপাড়া বাজারে সশস্ত্র মহড়া দিয়ে বাজারের ব্যবসায়ীদের মাঝে এক আতংক সৃষ্টি করে।বাজারের ব্যবসায়ীরা আমাকে জানালে আমি তাৎক্ষণিক প্রশাসনের কর্তা ব্যক্তিদের সাথে তাকে গ্রেফতারের দাবি জানাই। কিন্তু শনিবার সকাল পর্যন্ত কোন প্রতিকার না দেখে এবং সাধারণ ব্যবসায়ীদের দাবির মুখে দোকানপাট বন্ধ করে মানববন্ধন করতে বাধ্য হই।সাধারণ ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে আমাদের দাবী একটাই,অবিলম্বে এসকে চঞ্চলের গ্রেফতার চাই।আমরা সন্ত্রাস চাদাবাজি ও মাদকমুক্ত বাজার চাই।

মিরপুরের নওয়াপাড়া বাজারে এসকে চঞ্চলের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

এসময় নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মাসুদ খান,কোষাধ্যক্ষ নাহিদ হাসান পিয়াস সহ সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: