মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (০৯ আগষ্ট) বাদ জুম্মা উপজেলার মিরপুর পৌরসভার সুলতানপুর পূর্বপাড়া জামে মসজিদে গ্রামের সকল মুসল্লিদেরকে নিয়ে এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিরপুর পৌরসভার ১ নং ওয়ার্ড (সুলতানপুর) বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মন্ডলের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা কৃষকদলের সদস্য ও জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট মোঃ খাইরুজ্জামান খাইরুল।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক খোন্দকার আনিসুজ্জামান নয়ন, সুলতানপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মোল্লা, বিএনপি নেতা রবিউল ইসলাম রবি মেম্বার, আব্দুল গনি খান, সোলায়মান মন্ডল, নূরে আলম জিকো মন্ডল, হিরু শেখ, শফিকুল মন্ডল, সানোয়ার হোসেন, শফিকুল ইসলাম বাবু।দোয়া মাহফিল পরিচালনা করেন সুলতানপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শওকত ইমরান।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট মোঃ খাইরুজ্জামান খাইরুল বলেন-বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্নভাবে যারা নিহত হয়েছেন,তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সেই সাথে দেশ থেকে শেখ হাসিনা পলায়নের পর যারা বিভিন্নভাবে বিশৃঙ্খলা, লুটপাট ও ভাংচুর করেছেন, তাদের কার্যক্রমের তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে গ্রামের মধ্যে শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে এরকম কোন অন্যায় কাজ বরদাস্ত করা হবে না। যদি কেউ বিশৃঙ্খলা করেন, তাহলে দেশের প্রচলিত আইনে তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।
