এলাকায় কর্মসংস্থান সৃষ্টি ও কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলাসহ ১২ দফা ইশতেহার দিলেন কামারুল আরেফিন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

এলাকায় কর্মসংস্থান সৃষ্টি ও কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলাসহ ১২ দফা ইশতেহার দিলেন কামারুল আরেফিন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৩০, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (মিরপুর-ভেড়ামারা) আসনের ট্রাক প্রতীকের আওয়ামীলীগের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব কামারুল আরেফিনের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে।

এলাকায় কর্মসংস্থান সৃষ্টি ও কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলাসহ ১২ দফা ইশতেহার দিলেন কামারুল আরেফিন

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে মিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ ইশতেহার প্রকাশ করেন । আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনের ঘোষিত নির্বাচনী ইশতেহার পাঠ করেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ট্রাক প্রতীকের প্রধান এজেন্ট এ্যাড. আব্দুল হালিম। নির্বাচনী ইশতেহার মোতাবেক প্রতিটি গ্রামে শহরে সুবিধা পৌঁছে দিয়ে এলাকার মানুষের জীবন মান পরিবর্তন এবং সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির মাধ্যমে এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন তরান্বিত করা।

মিরপুর ভেড়ামারা এলাকায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে এবং প্রকৃত ইতিহাস তুলে ধরতে মুক্তিযুদ্ধকালীন বধ্যভূমি ও গণকবর চিহ্নিতকরণ, শহীদদের নাম-পরিচয়সহ ডিজিটাল ডাটাবেজ তৈরি, স্মৃতিজ্ঞ নির্মাণ এবং বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মাননা। সরকারি-বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টি ও ছোট, বড়, মাঝারি শিল্প প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে মিরপুর-ভেড়ামারাকে ‘বিজনেস হাব’ হিসেবে গড়ে তোলা যাতে এলাকার মানুষের ব্যাপক কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হয়। তরুণ যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার জন্য কম্পিউটার, ড্রাইভিং প্রশিক্ষণসহ বাস্তবমুখী টেকনিকাল ট্রেনিং ও কর্মসস্থানের সহায়তা করা। এছাড়া বিদেশগামীদের ভাষা প্রশিক্ষণ ও প্রণোদনা এবং রেমিটেন্স যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন। স্মার্ট জেনারেশন গড়তে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে নতুন শিক্ষা কারিকুলামের আলোকে বহুমুখী উদ্যোগ গ্রহণ এবং শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে মেডিকেল, প্রকৌশল ও বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্তদের তথ্য সম্বলিত ইন্টিগ্রেটেড ডাটাবেইজ তৈরি ও শিক্ষা সহায়তা প্রদান ।

প্রযুক্তি নির্ভর উৎপাদনমুখী আধুনিক কৃষি ব্যবস্থা নিশ্চিতকরণ, ফসলের প্রক্রিয়াজাতকরণ ও কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রদানের লক্ষ্যে আধুনিক ‘স্মার্ট হাট’ পরিচালনা এবং সাপ্লাই চেইন শক্তিশালীকরণ। এছাড়া কৃষি যন্ত্রপাতি সূলভ ও সহজপ্রাপ্য করা। মিরপুর-ভেড়ামারা অংশে পদ্মা নদীর ভাঙ্গন রোধ, সড়ক চার লেনে উন্নীতকরণ ও কুষ্টিয়া-ভেড়ামারা সড়ক সংস্কারসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে বৃক্ষরোপন সহ পরিবেশবান্ধব নানা কর্মসূচি বাস্তবায়ন। এছাড়া এলাকার আওতাধীন রেল স্টেশন, বাস স্টপেজসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোকে ‘স্মার্ট জোন’ ঘোষণা যেখানে ওয়াই-ফাই, ডিজিটাল ম্যাপ ও নির্দেশিকার ব্যবস্থা থাকবে। মিরপুর ও ভেড়ামারায় পৃথক দুটি ‘বঙ্গবন্ধু উদ্যান এবং সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ করা হবে যেখানে সকল সৃজনশীল শিল্প চর্চার ব্যবস্থা থাকবে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন ও সবার জন্য ধর্মীয় রীতির অবাধ চর্চার সুযোগ নিশ্চিতকরণ।

এছাড়া শিশু কিশোরদের মানসিক বিকাশ ও সুস্থ বিনোদনের জন্য পর্যাপ্ত পার্ক, রিসোর্ট ও রেস্টুরেন্ট স্থাপন। বয়স্ক, বিধবা ও হতদরিদ্র অসহায় মানুষের জন্য সহায়ক প্রকল্প চালু এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বাড়তি সুবিধা ও পৃথক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। এছাড়া গ্রামীণ নারীদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ব্যাংক ঋণ সহজীকরণ। এলাকার সবগুলো হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক ও সেবা কেন্দ্রের মান উন্নতকরণ, প্রয়োজনীয় ওষুধ, যন্ত্রপাতি, অ্যাম্বুলেন্স সংখ্যা বাড়ানো। এছাড়া হটলাইন নাম্বর সহ মোবাইল অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা যার মাধ্যমে তাৎক্ষনিকভাবে জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে যাবে। মিরপুর-ভেড়ামারা এলাকাকে স্মার্ট ক্রীড়াক্ষেত্র হিসেবে গড়ে তোলার লক্ষে ‘মিনি স্টেডিয়াম’ এবং স্পোর্টস একাডেমি’ গড়ে তোলা। এছাড়া খেলাধুলার অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি, প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণ এবং খেলোয়াড় ও সংগঠকদের সম্মাননা। সবার সম্মিলিত প্রয়াসে স্মার্ট মিরপুর-ভেড়ামারা গড়ার লাক্ষ্যে মেধাবী ও শিক্ষিত যুবসমাজ, সম্মানিত শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবিদের সমন্বয়ে পরামর্শক পরিষদ গঠন করা হবে। এছাড়া দেশে বিদেশে অবস্থানরত এলাকার যে কারোর যে কোনো প্রয়োজন, পরামর্শ বা প্রস্তাব জানানোর জন্য ‘বিশেষ অ্যাপ’ চালু থাকবে।

উক্ত ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ট্রাক প্রতীকের প্রধান এজেন্ট এড আব্দুল হালিম, সহ-সভাপতি আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, ট্রাক প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন, সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার ,সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক বিএম জুবায়ের রিগ্যান, কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল হান্নান, তালবাড়িয়া ইউনিয়ন আওয়ামী সভাপতি ও চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টু, চিথলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান এনামুল হক বাবলু, ধুবইল ইউনিয়নের সভাপতি ও চেয়ারম্যান মাহাবুবুর রহমান মামুন, বহলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান সাইদুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি ও চেয়ারম্যান কবির হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি আসলাম হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা।