বিশেষ প্রতিনিধি ॥ রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছে কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মী। গতকাল শুক্রবার ( ২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে লিফলেট বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন, কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এ কর্মসূচিতে কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল হক জিয়া ও সাধারণ সম্পাদক বাবুর নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য আব্দুল মঈদ বাবুল, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন, সদর উপজেলা ছাত্র দলের আহবায়ক সোহাগ হোসেন প্রমূখ। এসময় বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে প্রচারনায় গনজোয়ার সৃষ্টি হয়। কর্মসূচিতে স্থানীয় বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থক অংশ নেন, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। লিফলেট বিতরণ শেষে নেতা-কর্মীরা আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এছাড়া একই দিনে সকাল ১১ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ৯টি ওয়ার্ড বিএনপির সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব। জেলা বিএনপি সদস্য শহিদুজ্জামান খোকন ও সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিকু ও আলমগীর হোসেন প্রমূখ। এতে সভাপতিত্ব করেন ঝাউদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. সাদ আহমেদ ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া। ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে নির্বাচনী প্রচারনা জোরদারে মতবিনিময় করেন।
এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, বিএনপি গনতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। নিজেদের মধ্যে ভূল বোঝাবুঝি মিটিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। জনগণের সমর্থন অর্জন করতে হবে। এবারের নির্বাচন হবে জনগণের ভোটের নির্বাচন। তাই প্রতিটি মানুষের কাছে গিয়ে বিএনপির ৩১ দফা কর্মসূচি তুলে ধরতে হবে। আমরা জাতীয়তাবাদী শক্তি এক হয়ে কাজ করলে জনগণের ভোটে ধানের শীষের বিজয় সু নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
