এবারও শীতার্তদের পাশে দাঁড়াল কুষ্টিয়া প্রেসক্লাব - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

এবারও শীতার্তদের পাশে দাঁড়াল কুষ্টিয়া প্রেসক্লাব

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৯, ২০২৪

নিজ সংবাদ ॥ ঠান্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠান্ডায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিন্মআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতি বছরের ন্যায় এবারও পাশে দাঁড়াল কুষ্টিয়া প্রেসক্লাব।

এবারও শীতার্তদের পাশে দাঁড়াল কুষ্টিয়া প্রেসক্লাব

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, সিনিয়র সাংবাদিক ও কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক সংবাদের জেলা বার্তা পরিবেশক মিজানুর রহমান লাকি, কুষ্টিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী বাবু, সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, সিনিয়র যুগ্ম-সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, কোষাধ্যক্ষ এম লিটন-উজ-জামান, নির্বাহী সদস্য আব্দুল জিহাদ, এ এইচ এম আরিফ, খালিদ হাসান সিপাই প্রমুখ। শীতবস্ত্র বিতরণকালে ক্লাবের সভাপতি আল-মামুন সাগর হকার ও ক্যামেরা পারর্সনদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এগিয়ে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।