কুমারখালীতে ট্রাকের ধাক্কায় এনজিওকর্মী নিহত
কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। রোববার (১ অক্টোরব) রাত সাড়ে ৭ টার দিকে কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর পুটিয়া এলাকায় এদুর্ঘটনা ঘটে।

কুমারখালীতে ট্রাকের ধাক্কায় এনজিওকর্মী নিহত
নিহত নারীর নাম শিমা খাতুন (৩২)। তিনি নন্দনালপুর ইউনিয়নের বজরুখ বাঁখই গ্রামের হারুন প্রামাণিকের স্ত্রী ও দুই সন্তানের জননী। এছাড়াও তিনি খোকসা ব্র্যাক এনজিওর হিসাবরক্ষক ছিলেন।
পুলিশ ও উপস্থিত জনতা সুত্রে জানা গেছে, এনজিওকর্মী শিমা খাতুন রোববার রাত সাড়ে ৭ টার দিকে কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কস্থ আলাউদ্দিন নগর থেকে স্কুটি মোটরসাইকেল চালিয়ে কুমারখালীর দিকে যাচ্ছিলেন। সেসময় পুটিয়া এলাকায় পৌছালে পিছন দিক থেকে আসা অঙ্গাতনামা একটি ট্রাক ধাক্কা দিয়ে চলে যায়। এতে সড়ক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রাত আটটার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, সড়কের পাশে পড়ে আছে এনজিওকর্মীর মরদেহটি। পাশে পড়ে আছে তাঁর মোটরসাইকেল ও রক্তমাখা হেলমেট। উৎসুক জনতা ভিড় জমিয়েছে। পুলিশ কাজ করছে।
এসময় প্রত্যক্ষদর্শী জাহিদ বলেন, প্রথমে একটি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ওই নারী সড়কে ছিটকে পড়ে এবং পরে মাথার ওপর দিয়ে ট্রাকের পিছন চাকা গেলে তাঁর মৃত্যু হয়।

এসময় কুমারখালী থানার এসআই মো. মারুফ বলেন, এনজিওকর্মীকে অজ্ঞাতনামা ট্রাকটি পিছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি বিষয়টি হাইওয়ে পুলিশকে জানিয়েছেন।
কুষ্টিয়া চৌড়হাঁস হাইওয়ে পুলিশের ওসি মো. লিয়াকত আলী মুঠোফোনে জানান, পুলিশ কাজ করছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
