মিরপুর প্রতিনিধি ॥ জুলাই শহিদ-২০২৪ এর স্মৃতি স্মরণে কুষ্টিয়ার মিরপুরে আন্তঃ ইউনিয়ন ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিরপুর উপজেলা যুব বিভাগের আয়োজনে গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর মো. আব্দুল গফুর।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলী, উপজেলা জামায়াতের আমীর খন্দকার রেজাউল করিম, নায়েবে আমীর অধ্যাপক শাহ আক্তার মামুন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাহফুজুর রহমান প্রমুখ। আন্তঃ ইউনিয়ন ফুটবল ফাইনাল ম্যাচে মিরপুর উপজেলার ফুলবাড়িয়া এবং আমলা ইউনিয়ন পর্যায়ের দুটি দল অংশ নেয়। খেলায় আমলা ইউনিয়নের দলটি চ্যাম্পিয়ন হয়। ফুটবল খেলা উদ্বোধনের পূর্বে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল গফুর বলেন, আমরা মনে করি নির্বাচন একটি জিহাদ, নির্বাচন একটি যুদ্ধ।
প্রতিপক্ষ থাকবে এটাই স্বাভাবিক। ঝুঁকি থাকাটাই স্বাভাবিক। তবে এখন পর্যন্ত বড় ধরনের ঝুঁকি আমরা মনে করছি না। তবে কিছু আলামত পাওয়া যাচ্ছে। ঝুঁকির সম্ভাবনা রয়েছে। এটা ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনের দায়িত্বে তাদেরনল দৃষ্টি আকর্ষণ আমরা ইতিপূর্বেও করেছি।
