দৌলতপুরে আগ্নিকাণ্ডে নিঃস্ব এক পরিবার
মঙ্গলবার (২১ ই মার্চ ) কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের লালনগর বিলপাড়া গ্রামে একটি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দৌলতপুরে আগ্নিকাণ্ডে নিঃস্ব এক পরিবার
প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য অনুযায়ী, আড়িয়া ইউনিয়নের লালনগর বিলপাড়া গ্রামের মৃত জিন্নাহ এর ছেলে জাহাঙ্গীর এর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একে একে তিনটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরের আসবাবপত্র সহ নানা ধরনের দৈনন্দিন ব্যবহৃত সকল জিনিসপত্র আগুনে পুড়ে যায় সাথে দুইটি ছাগল ও একটি গরু পুড়ে মারা গিয়েছে ।
অগ্নিকাণ্ডে সেই পরিবারের ঘরে থাকা কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। স্বর্ণালংকার, নগদ টাকা, মূল্যবান আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রায় ৫-৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের কথা অনুযায়ী ওই বাড়িতে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যাইনি এখনও ।
এসময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য, স্থানীয় প্রসাশন ও স্থানীয় প্রতিনিধিদের নিকট সাহায্যের আবেদন করেছেন এলাকাবাসী।
