ক্রীড়া ডেস্ক ॥ স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে সেল্টা ভিগোকে একহালি গোলে পরাজিত করে আতিথেয়তা দিলো রিয়াল মাদ্রিদ। ৪-০ গোলের বড় জয়ে টেবিলে ৭ পয়েন্টের ব্যবধান তৈরি করলো রিয়াল মাদ্রিদ। ২৮ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৬৯। সমান ম্যাচে জিরোনার পয়েন্ট ৬২, বার্সেলোনার পয়েন্ট ৬১। গত রবিবার (১০ মার্চ) রাতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা দলটির সঙ্গে ব্যবধান নিয়ে যাচ্ছে অনেক দূর। যাতে নির্বিঘ্নেই লা লিগা জিততে পারে, সেটাই নিশ্চিত করতে চাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। সেল্টা ভিগোর দুর্ভাগ্য, যে চার গোল হজম করেছে তারা, তার দুটিই ছিল আত্মঘাতি। ২১ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র গোলের সূচনা করেন। ৭৯ মিনিটে সেল্টা ভিগোর গোলরক্ষক ভিসেন্তে গুইতা নিজেদের জালেই বল জড়িয়ে দেন। ৮৮ মিনিটেও আত্মঘাতি গোল করেন কার্লোস ডমিঙ্গেজ। ইনজুরি সময়ে ১৯ বছর বয়সী আরদা গুলার নিজের প্রথম গোল করে রিয়ালকে ৪-০ ব্যবধানে জয় এনে দেন। প্রথমার্ধে বেশ আক্রমণাত্মক খেলেছিলো রিয়াল। বেশ কয়েকটি দারুন গোলের সুযোগ ঠেকিয়ে দেন সেল্টা ভিগোর গোলরক্ষক ভিসেন্তে গুইতা। তবুও ভিনিসিয়ুসের শট ঠেকাতে পারেননি তিনি। মৌসুমে নিজের ১০ম গোল করলেন এই ব্রাজিলিয়ান। ম্যাচের পর ভিনিসিয়ুস বলেন, ‘আমি খুব খুশি যে, নিজের সর্বোচ্চ চেষ্টাটা করতে পেরেছি। এটা একটা দারুণ ম্যাচ ছিল। এভাবেই এগিয়ে যেতে চাই। আশা করি ইনজুরি মুক্ত থেকে।’
