দৌলতপুরে একটু পাশে দাঁড়াই সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
বুধবার ১৯ এপ্রিল কুষ্টিয়ার দৌলতপুর থানার খাস মুথুররাপুর হোসেনাবাদ সেন্টার পাড়ার মাঠে সেচ্ছাসেবী সংগঠন ‘ একটু পাশে দাঁড়াই ‘ এর আয়োজনে দুই শতাধিক অসহায় হতদরিদ্র সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সেমাই চিনি এবং ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

দৌলতপুরে একটু পাশে দাঁড়াই সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান সুমনের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরত আলি মেম্বার। বিশষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আজীবন সদস্য জিয়াউর রহমান, উপদেষ্টা সদস্য মনিরুল ইসলাম এবং ফয়সাল শিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন অর্পন, তুসার, স্বজল, আসিফ প্রমুখ।

দৌলতপুরে একটু পাশে দাঁড়াই সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সংগঠনের সভাপতি ঈদ সামগ্রী বিতরণকালে বলেন, একটু পাশে দাঁড়াই একটি অরাজনৈতিক সংগঠন দীর্ঘ ৯ বছর ধরে সামাজিক উন্নয়নমুলক কাজ করে চলেছে। প্রতি বছর দেশের কয়েকটি জেলাসহ কুষ্টিয়ার বিভিন্ন স্থানে সারা বছর মসজিদ, মাদরাসা, এতীমখানা, দুস্থ, অসহায়, বিধবা ও সমাজে পিছিয়ে পরা মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে।
তিনি আরও বলেন আমরা অসহায় পরিবারকে স্থায়ীভায়ে সচ্ছল ও স্বাবলম্বী করে তোলার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের এই কাজে যারা নিয়মিত সহযোগীতা করে যাচ্ছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং উপস্থিত সবার কাছে তাদের জন্য দোয়া চাই।

অনুষ্ঠানটি পরিচালনা করেন তরিকুল ইসলাম শেখ।
