একটি সেলাই মেশিন বদলে দিতে পারে আপনাদের দারিদ্রতা : আনোয়ার আলী - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

একটি সেলাই মেশিন বদলে দিতে পারে আপনাদের দারিদ্রতা : আনোয়ার আলী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৩, ২০২৪

নিজ সংবাদ ॥ চায়না-ইউএনডিপি ট্রায়াংগুলার এবং সাউথ-সাউথ কো-অপারেশন প্রজেক্ট এর আওতায় কুষ্টিয়া পৌরসভার সহযোগিতায় (সিএনআরএচ) এর তত্বাবধায়নে কুষ্টিয়া পৌর এলাকার ৫০ জন প্রশিক্ষিণ প্রাপ্ত উপকারভোগীদের মাঝে অটোমেটিক সেলাই মেশিন ও মেশিনের সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

একটি সেলাই মেশিন বদলে দিতে পারে আপনাদের দারিদ্রতা : আনোয়ার আলী

সোমবার দুপুরে পৌরসভার মেয়র ভবনে এ মেশিন ও সরঞ্জাম বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কুষ্টিয়া পৌরসভার মেয়র জননেতা আনোয়ার আলী বলেন, উন্নত প্রযুক্তির এই সেলাই মেশিন আপনাদের জীবনমানের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারে। একটি সেলাই মেশিন বদলে দিতে পারে আপনাদের দারিদ্রতা। তিনি বলেন, আপনারা পরিশ্রম করলে এই মেশিনের আয় থেকে আপনাদের পরিবারের খরচ চালাতে পারবেন এবং সন্তানদের লেখাপড়ার খরচও যোগাতে পারবেন। তিনি বলেন, আমরা আপনাদের জীবনযাত্রার উন্নয়ন ঘটাতে চাই। আপনারা যেন সুখে শান্তিতে স্বচ্ছলতার সাথে জীবনযাপন করতে পারেন এজন্য আমরা সবসময় চেষ্টা করে চলেছি। এই সেলাই মেশিনের আয়ের মাধ্যমে আপনাদের উন্নয়নের পাশাপাশি কুষ্টিয়া তথা দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে এ প্রত্যাশা করি। উন্নত প্রযুক্তির এই সেলাই মেশিন প্রদানে সহযোগিতা করায় ইউএনডিপি’কে আন্তরিক ধন্যবাদ জানান মেয়র আনোয়ার আলী। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর মাহাবুবুর রহমান (পাখি) ও ১০,১১,১২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রীনা নাসরিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাআইপিআইপি-ইউএনডিপি প্রজেক্টের কর্মকর্তা মজিবার রহমান, এমওএফকম-ইউএনডিপি ঢাকা অফিসের প্রতিনিধি ওয়াজেদুল ইসলাম, কেএমকেউ- সিএনআরএচ প্রতিনিধি কে.এম শামীম হোসেন সহ পৌরসভার সকল উদ্বর্তন কর্মকর্তা, ইউএনডিপি’র কর্মকর্তা এবং সিএনআরএচ এর প্রতিনিধিগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম মঞ্জুরুল ইসলাম।