মুজিব একটি জাতির রূপকার’ দেখতে সিনেমা হলে যুবলীগ নেতা কর্মীদের উপচে পড়া ভিড় - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মুজিব একটি জাতির রূপকার’ দেখতে সিনেমা হলে যুবলীগ নেতা কর্মীদের উপচে পড়া ভিড়

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ১৫, ২০২৩
মুজিব একটি জাতির রূপকার’ দেখতে সিনেমা হলে যুবলীগ নেতা কর্মীদের উপচে পড়া ভিড়

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্র দেখতে কুমারখালী উপজেলা যুবলীগের পাঁচ শতাধিক নেতাকর্মী কুষ্টিয়া খোকসা মনামী সিনেমা হলে চলচ্চিত্রটি দেখেন।

মুজিব একটি জাতির রূপকার’ দেখতে সিনেমা হলে যুবলীগ নেতা কর্মীদের উপচে পড়া ভিড়

মুজিব একটি জাতির রূপকার’ দেখতে সিনেমা হলে যুবলীগ নেতা কর্মীদের উপচে পড়া ভিড়

মুজিব একটি জাতির রূপকার’ দেখতে সিনেমা হলে যুবলীগ নেতা কর্মীদের উপচে পড়া ভিড়

(১৫ অক্টোবর) রবিবার সান্ধ্যকালীন শো-তে কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এর নির্দেশনায়, কুমারখালী উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুনের নেতৃত্বে সন্ধ্যাকালিন শো’তে শ’শ’ নেতাকর্মীরা পুরো সিনেমাটি দেখেন। এই শো’তে তাদের সঙ্গে বিপুল সংখ্যক আওয়ামীলীগের নেতাকর্মী ও দর্শক সিনেমাটি দেখেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এই সময় উপস্থিত ছিলেন কুমারখালী পৌর যুবলীগের সভাপতি মোঃ তুহিন শেখ ও সাধারণ সম্পাদক মশিউর রহমান টিপু, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ ইমরান, পাপ্পু, শাহীন, শরিফ, লিংকনসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সিনেমা দেখার পর প্রতিক্রিয়ায় যুবলীগ নেতা হারুন অর রশিদ হারুন বলেন, জাতির পিতার জীবনী ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তার অবদান সম্পর্কে পাঠ্য বইয়ে অনেক পড়েছি। তবে আজ তার প্রতিবিম্ব দেখলাম। মনে হলো আমি শতবছর আগে ফিরে গিয়ে তার জীবনী এবং বাংলাদেশের ইতিহাস অবলোকন করলাম।’

উল্লেখ্য, ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালনায় এবং অতুল তিওয়ারি ও শামা জায়দির ইংরেজি চিত্রনাট্য থেকে আসাদুজ্জামান নূরের তত্ত্বাবধানে এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। আরিফিন শুভ ছাড়া এতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয়শিল্পী।

আরও পড়ুন: