বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক ও সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মাজেদ।
বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমিন রানা কানাই, বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান বিশ্বাস হান্নান মেম্বর, সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিচ প্রমূখ। উপস্থাপনা করেন সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল বাদশা। বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাবু ও সোহেল আহমেদ। এতে ১৩টি ইউনিয়নের যুবদল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশের শান্তি, জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এ সময় কুতুব উদ্দিন আহমেদ বলেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পৌছেছেন, স্বামী, সন্তান হারিয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আকাঙ্খা নিয়ে, এখনো আল্লাহ তাকে দুনিয়াতে রেখেছেন। তিনি গনতন্ত্র, সুশাসনের জন্য আন্দোলন, সংগ্রাম করেছেন। দেশে একটা সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় ছিলেন। আগামী দিনে নির্বাচনের আগে আমাদের মাঝে দেশনেত্রীকে প্রয়োজন, তাই আমরা আল্লাহর কাছে দোয়া চাই, তিনি যেনো সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। বিএনপি ছাড়া দেশে সুশাসন, গনতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয়। কিন্তু এই কাজকে বাধাগ্রস্ত করা, ভন্ডুল করা, একটা গভীর চক্রান্ত, একটা বিশেষ চিন্হিত গোষ্ঠী, যারা বার বার জাতি ও সার্ভমৌত্বের সাথে মুনাফিকি করেছে, এই গোষ্ঠীগুলো সক্রিয় এবং তাদের সাথে জোকসাজে আছে পতিত ফ্যাসিবাদের দোসরদের। এখান থেকে দোয়ার মাধ্যমে শক্তি অর্জন করতে হবে। সকল ষড়যন্ত্র প্রতিহত করে পাড়া মহল্লায় ঐক্য গড়ে তুলতে হবে। অপচেষ্টা ভুন্ডুল করে আগামী দিনে আমাদের লক্ষ্যে পৌছাতে হবে। দেশকে বাঁচাতে দেশের মানুষের জন্য কাজ করতে হবে।
এছাড়া প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমরা চাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। সারাদেশের মানুষ তার সুস্থতায় দোয়া করছে। আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইতিমধ্যে নির্বাচন ও গনভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এখন আমরা নির্বাচনী আচরন বিধির মধ্যে আছি, তাই সকল প্রচারনা বন্ধ রাখা হয়েছে। তিনি দেশের পরিস্থিতি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, গত জুলাই গনঅভ্যুত্থান ৫ই আগষ্টের পর থেকে একটা গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। দেশে যে বিশৃঙ্খলা হচ্ছে, এটা তারই অংশ বলে আমরা মনে করি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীকে গত সপ্তাহে সন্ত্রাসীরা গুলি করেছিলো। গত দুই দিন আগে তিনি ইন্তেকাল করেছেন। এটা আসলে একটা ষড়যন্ত্র বলে আমরা মনে করি। আপনারা দেখেছেন কুষ্টিয়ার গণমাধ্যম অফিসে ভাঙচুর করেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দিয়েছে এবং এটা যারা করছে অনেকেই আন্দাজ করতে পারছেন।
কিন্তু একটা গোষ্ঠী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাই। নির্বাচনকে বিলম্বিত করতে চাই, যার ফলশ্রুতিতে কুষ্টিয়া নির্বাচন অফিসে আগুন লাগানোর চেষ্টা করেছিলো। আমরা পরিদর্শনে গিয়ে দেখতে পাই পেছনের জ্বানালা দিয়ে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছিলো, এটার সাথে কারা জড়িত, সিসি টিভি ফুটেজ দেখলে পরিষ্কার হওয়া যাবে। যারা এধরনের অপতৎপরতার সাথে জড়িত, তাদের চিন্হিত করে শাস্তির ব্যবস্থা করা উচিৎ। শাস্তির ব্যবস্থা করা হলে এ ধরনের কর্মকান্ড পুনরায় ঘটাতে ভয় পাবে এবং অনেকে সাবধান হয়ে যাবে। এদিকে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে যাচ্ছেন। তার সুস্থতা ও নেতৃত্ব দেশ ও জাতির জন্য অত্যন্ত প্রয়োজন। নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধ থেকে দলের আন্দোলন-সংগ্রামকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
