দৌলতপুরে কৃষককে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন
কুষ্টিয়ার দৌলতপুর সলুয়া গ্রামে পারিবারিক শত্রুতার জের ধরে আবুল হোসেন নামে একজন কৃষককে কুপিয়ে হত্যার দায়ে মইজুদ্দিন শাহ (৪৮) নামে একজনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সে সঙ্গে ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

দৌলতপুরে কৃষককে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন
সোমবার দুপুরের দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। পরে অভিযুক্ত ব্যক্তিকে কঠোর পাহাড়ায় জেলাকারাগারে প্রেরণ করা হয়।
সাজাপ্রাপ্ত হলেন দৌলতপুর উপজেলার সলুয়া গ্রামের মৃত রতন শাহ্ এর ছেলে।
আদালতের মামলা সূত্রে জানা যায় ২০২০ সালের ২২ জুনে নিহত আবুল হোসেন বাড়ীর প্রতিবেশীকে সঙ্গে নিয়ে আন্ধার কোটা মাঠ নামক স্থানে পাটের ক্ষেতে গরুর জন্য ঘাস কাটতে যায়। ঘাস কাটার সময় প্রতিবেশী মাসুদ খাঁয়ের সাথে ঘটে যাওয়া তিন বছর আগে একটি মেয়ের বিয়ের ঘটনার বিষয়ে নিয়ে গল্প করতে থাকেন। সাজাপ্রাপ্ত আসামী মইজুদ্দিন শাহ হঠাৎ মাঠের ভিতর হাজির হন এবং গল্পটি শুনে ফেলে রাগের বশবর্তী হয়ে বাড়ীতে চলে আসেন। তার বাড়ী থেকে ধারালো হাসুয়া নিয়ে গিয়ে আবুল হোসেনকে একাধিকভাবে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান চিকিৎসাধীন অবস্থায় ঘটনার পরের দিন মারা যায়।

এ বিষয়ে গত ২০২০ সালের ২৩ জুন নিহতের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক নিশিকান্ত সরকার তদন্ত শেষ করে গত ২০২০ সালের ১০ সেপ্টেম্বর অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। ৯জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আদালত সোমবার এ রায় ঘোষনা করেন।
