কুমারখালীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
কুষ্টিয়া কুমারখালী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে (১৫ আগষ্ট) মঙ্গলবার বিকেলে পাবলিক লাইব্রেরী সংলগ্ন এলাকায়। জাতীয় শোক দিবস ১৫ আগষ্ট উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুমারখালীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামসুজ্জামান অরুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, তাঁতিলীগের সহ-সভাপতি এড্যাঃ নিজামুল হক চুন্নু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমান টুকু, যুগ্ম সাধারণ রিসতাক করিম, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুন,উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি এস এম রফিক, কাউন্সিলর তুহিন শেখ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগন এই সময় উপস্থিত ছিলেন।

কুমারখালীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিম আলতাফ জর্জ বলেন, দেশে গভীর ষড়যন্ত্র চক্রান্ত চলছে। আগামী নির্বাচনে নৌকা কে বিজয়ী করতে হবে। নৌকা পরাজিত হলে আমাদের অস্তিত্ব সংকটে পড়তে হবে। এদেশে আর যেন কোন ৭৫ এর পুনরাবৃত্তি না হয়। আর যেন নতুন কোনো ১৫ আগষ্ট না আসে।
আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ, উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী শোকদিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
