উপজেলা নির্বাচন উপলক্ষে বন্ধ ইবি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

উপজেলা নির্বাচন উপলক্ষে বন্ধ ইবি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৮, ২০২৪

ইবি প্রতিনিধিঃ দেশের ১৪১ টি উপজেলা পরিষদ নির্বাচনের অংশ হিসেবে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের দিন হওয়ায় আগামীকাল ৮ ই মে বন্ধ থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষা কার্যক্রম। গতকাল মঙ্গলবার (৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।  এতে বলা হয়, আদিষ্ট হয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৪১ টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণের দিন ০৮ মে, বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণায়ের সিদ্ধান্ত মোতাবেক সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় উক্ত নির্বাচনী এলাকার অন্তর্ভূক্ত হওয়ায় ০৮/৫/২০২৪ তারিখ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। তবে ক্যাম্পাস বন্ধ থাকলেও অফিস বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবাসমূহ যেমন: চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট অফিস চালু থাকবে বলে জানা গেছে।