দৌলতপুর উপজেলা ছাত্রদলে কমিটি নেই, রাজনৈতিক বিভ্রান্তিতে উপজেলা ছাত্রদল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুর উপজেলা ছাত্রদলে কমিটি নেই, রাজনৈতিক বিভ্রান্তিতে উপজেলা ছাত্রদল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১, ২০২৩
দৌলতপুর উপজেলা ছাত্রদলে কমিটি নেই, রাজনৈতিক বিভ্রান্তিতে উপজেলা ছাত্রদল

২০১১ সালের পর সাংগঠনিক কোনো কমিটি নেই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপি’র সহযোগী সংগঠন ছাত্রদলে। যদিও স্বেচ্ছাসেবক দল, যুবদল, শ্রমীকদল এবং দৌলতপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক কমিটি সম্পন্ন রয়েছে। কমিটি হীন কৃষক দলও। এতে ভীষণ রাজনৈতিক বিভ্রান্তিতে উপজেলা ছাত্রদল, অভ্যন্তরীণ দলীয় কোন্দল তো আছেই। স্থানীয় বিএনপি’র সাংগঠনিক সুত্রে এসব তথ্য পাওয়া গেছে।

দৌলতপুর উপজেলা ছাত্রদলে কমিটি নেই, রাজনৈতিক বিভ্রান্তিতে উপজেলা ছাত্রদল

দৌলতপুর উপজেলা ছাত্রদলে কমিটি নেই, রাজনৈতিক বিভ্রান্তিতে উপজেলা ছাত্রদল

দৌলতপুর উপজেলা ছাত্রদলে কমিটি নেই, রাজনৈতিক বিভ্রান্তিতে উপজেলা ছাত্রদল

উপজেলা ছাত্রদলের সবশেষ কমিটির সাবেক আহ্বায়ক ও সভাপতি রাশেদুল হক শামীম বলেন, দীর্ঘদিন কমিটি না থাকা ছাত্রদলের মতো একটি ঐক্যবদ্ধ ও প্রগতিশীল সংগঠনের নেতৃস্থানীয় এবং কর্মী সমর্থক পর্যায়ে সবার জন্যই হতাশাজনক। ছাত্রদলের বর্তমান আহ্বায়ক প্রার্থীদের মধ্যে মাসুদুজ্জামান রুবেলদের মতো ত্যাগী নেতাদের বিসর্জনের মূল্য সংগঠনের দেয়া দরকার।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

২০১১ সালের উপজেলা ছাত্রদল কমিটির প্রচার সম্পাদক, প্রায় কুড়ি বছর জাতীয়তাবাদী রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত, দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদপ্রত্যাশী মাসুদুজ্জামান রুবেল বলেন, হোগলবাড়িয়া ইউনিয়নের জাহিদ,শামীম, দৌলতপুরের আরিফ, সজীব, রিফায়েতপুরের রিমন মনির, পিয়ারপুরের রাকিবুল, তমাল আড়িয়ার রেনিস, ফারুক, খলিশাকুন্ডীর আসিফ, ফারুক বোয়ালিয়ার মিঠু,নুরু,আদাবাড়িয়ার মাসুম, লিটন, মথুরাপুরের মামুন, মনি, মরিচার পলাশ, রিন্টু রামকৃষ্ণপুরের পারভেজ, সাগর।

চিলমারীর আশরাফুল, হাফিজ ফিলিপনগরের নয়ন, মেহেদী এবং প্রাগপুর ইউনিয়নের রনি, আসিফ ও উপজেলা পর্যায়ে ছাত্রদল সংগঠক হাসান, বিল্লাল, মিঠু, সুমনের মতো ত্যাগী ও আদর্শবান কর্মীরা তাদের কাজ করার জন্য সাংগঠনিক স্পেস বা ফ্লোর পাচ্ছে না আমি যতদূর খোঁজ খবর রাখি এতে করে তাদের নিজ নিজ ইউনিয়ন ও উপজেলা ভিত্তিক কর্মী-সমর্থকদের সক্রিয় রাখতে অসুবিধায় পড়তে হয় এবং এই অসুবিধা দীর্ঘদিনের। তবুও আমরা রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির অন্যতম নেতা সাবেক সংসদ সদস্য রেজা আহম্মেদ (বাচ্চু মোল্লা) বলেন, বর্তমান উপজেলা ছাত্রদলের উদাহরণ বলতে গেলে মাসুদুজ্জামান রুবেলের নাম চলে আসে, সাংগঠনিক কাজে সক্রিয়তার বদৌলতে তার নামে ইতোমধ্যে ১১টি রাজনৈতিক ও নাশকতার মামলা হয়েছে, যদিও এর মধ্যে অধিকাংশই আদালতে অসত্য প্রমাণিত হয়েছে। এমন সক্রিয় এবং ত্যাগী নেতাকর্মীরা অবশ্যই উন্মুখ হয়ে আছে তাদের আকাঙ্ক্ষার কমিটির জন্য।

দলের রাজনৈতিক খরায় এখনও দৌলতপুর বিএনপি তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিয়ে সক্রিয় রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দৌলতপুরে আমরা সকল রাজনৈতিক কার্যক্রম সক্রিয় ভাবে চালিয়ে যাচ্ছি। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা লাগাতার কর্মসূচিতে থাকতে প্রস্তুত রয়েছি।

কুষ্টিয়া জেলা ছাত্রদল এবং কেন্দ্রীয় তত্বাবধানে দৌলতপুর উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদনের দিকে তাকিয়ে আছে সংশ্লিষ্ট নেতা কর্মীরা।

আরও পড়ুন