আমাদের আজকের আলোচনার বিষয় কুষ্টিয়া উপজেলার ইউনিয়ন।
কুষ্টিয়া উপজেলার ইউনিয়ন:-
কুষ্টিয়া জেলা ৬টি উপজেলা, ৭টি থানা, ৫টি পৌরসভা, ৫৭টি ওয়ার্ড, ৭০টি মহল্লা, ৭১টি ইউনিয়ন পরিষদ, ৭১০টি মৌজা ও ৯৭৮টি গ্রামে বিভক্ত। উপজেলাগুলো হলো:
- কুমারখালী উপজেলা
- কুষ্টিয়া সদর উপজেলা
- খোকসা উপজেলা
- দৌলতপুর উপজেলা
- ভেড়ামারা উপজেলা
- মিরপুর উপজেলা

গোপীনাথ জিউর মন্দির – কুষ্টিয়া জেলা
কুষ্টিয়া জেলায় ৫ টি পৌরসভা রয়েছে যেগুলো একই নামের শহরসমূহ পরিচালনা করে:
- কুষ্টিয়া পৌরসভা –
- আয়তন ৪২.৭৯ বর্গ কি.মি.
- জনসংখ্যা ৪১৮,৩১২(বাংলাদেশের ১৩তম বড় শহর)।
- ওয়ার্ড সংখ্যা ২১ টি।
- কুমারখালী পৌরসভা-
- আয়তন- ১১ বর্গ কি.মি
- জনসংখ্যা প্রায় ৬০,০০০
- ওয়ার্ড সংখ্যা- ৯টি

গুগোল নিউজে আমাদের ফলো করুন
- ভেড়ামারা পৌরসভা-
- আয়তন-১২ বর্গ কি.মি.
- জনসংখ্যা প্রায় ৬০,০০০
- ওয়ার্ড সংখ্যা – ৯টি
- মিরপুর পৌরসভা
- আয়তন- ৯.২২ বর্গ কি.মি.
- জনসংখ্যা প্রায় ৪৫,০০০
- ওয়ার্ড সংখ্যা- ৯টি

টেগর লজ – কুষ্টিয়া জেলা
- খোকসা পৌরসভা
- আয়তন- ১২.৩৮ বর্গ কি.মি
- জনসংখ্যা প্রায় ৪৫,০০০
- ওয়ার্ড সংখ্যা – ৯টি
আরও পড়ুনঃ