উন্নয়ন ছাড়াও ব্যক্তিগত সমস্যাও সমাধান করা হবে আব্দুর রউফ এম,পি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

উন্নয়ন ছাড়াও ব্যক্তিগত সমস্যাও সমাধান করা হবে আব্দুর রউফ এম,পি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৯, ২০২৪

মিজানুর রহমান নয়ন \\ বিদ্যুত, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা দেশে সড়ক, বিদ্যুত, সেতু, মেট্টোরেলসহ বিভিন্ন খাতে একের পর এক উন্নয়ন করে চলেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে বাংলাদেশ। গতকাল শুক্রবার (৮ মার্চ) বিকেলে কুমারখালীর কয়া বাজার এলাকায় কয়া বাঘা যতীন থিয়েটারের উদ্যোগে সংসদ সদস্য আব্দুর রউফকে সংবর্ধণা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য আব্দুর রউফ আরো বলেছেন, সাড়া দেশের উন্নয়নের ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকায়ও অভ‚তপূর্ব উন্নয়ন হবে। শুধু এলাকার উন্নয়নই নয়। উন্নয়নের পাশাপাশি মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে ব্যক্তিগত সমস্যারও সমাধান করা হবে। কয়া বাঘা যতীন থিয়েটারের সভাপতি মো. রফিক উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধণা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন, পৌর আওয়ামী লীগের সদস্য জাকারিয়া খান জেমস সহ প্রমূখ।