উন্নত রাষ্ট্র গড়ার লক্ষ্যে আমাদের সবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে : ডিসি এহেতেশাম রেজা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

উন্নত রাষ্ট্র গড়ার লক্ষ্যে আমাদের সবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে : ডিসি এহেতেশাম রেজা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ১২, ২০২৪

রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৪ আলোচনা সভা।  গতকাল বৃহস্পতিবার (১১জুলাই) সকাল দশটা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে “অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক এহেতেশাম রেজা সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ শারমিন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)  মোঃ আতোয়ার রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ট্রেজারী ও স্ট্যাম্প শাখা) মোঃ মহসীন উদ্দীন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ফরমস এন্ড স্টেশনারি শাখা ও লাইব্রেরি শাখা) ফারজানা সুলতানা, কুষ্টিয়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) মোহাম্মদ কামরুল ইসলাম, সহকারী পরিচালক (সিসি) ডাঃ ফেরদৌসি সুলতানা, জেলা ও উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাঠকর্মীবৃন্দ এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ।

উপস্থিত বক্তারা বলেন, গত ৩০ বছরে দেশে যৌন ও প্রজননস্বাস্থ্যসেবা প্রধানের অসাধারণ অগ্রগতি সাধিত হয়েছে, এর বেশিরভাগই সম্ভব হয়েছে উপাও এবং উপাও বিশ্লেষণের ক্রমবর্ধমান প্রাপ্যতা উন্নত পরিকল্পনা ও পরীক্ষাবীক্ষণ  সক্ষমতার মাধ্যমে। ক্রমবর্ধমান অনিশ্চিত পৃথিবীতে কোথাও জনসংখ্যার বৃদ্ধি, কোথাও আবার বয়স্ক ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জলবায়ুর পরিবর্তন হচ্ছে অত্যন্ত দ্রুত। মানুষে-মানুষে, জাতিতে-জাতিতে দ্বন্দ্ব বৃদ্ধি পাচ্ছে বিশ্বময়।

এজন্য জনসংখ্যা বিষয়ক নির্ভরযোগ্য উপাত্ত আগের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ এবং এ সকল উপাত্ত বিশ্লেষণপূর্বক পিছিয়ে থাকা জনগোষ্ঠীর কল্যাণে ব্যবহার করা একান্ত প্রয়োজন। অসমতা ও কুসংস্কার দূর করতে হলে উপাত্ত সংগ্রহের পদ্ধতি এমন হওয়া উচিৎ যেখানে সমতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে, উপাত্তে সকল বিষয় অন্তর্ভূক্ত থাকবে। জনগণের ক্ষমতায়ন, বিশেষকরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে তাদের সম্পূর্ণ ঘটনা এবং তথ্য-উপাত্ত সংগ্রহে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

যা আরও প্রানবন্ত ও ন্যায়সংগত ভবিষ্যৎ বিনির্মাণে চাবিকাঠি হিসাবে কাজ করবে। আলোচনা অনুষ্ঠান শেষে  বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভাপতির বক্তব্যে প্রদানকালে জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, বর্তমান দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলা হয় স্বপ্নদর্শী নেতা। করণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তর করার ঘোষণা দেন।

স্বপ্নদর্শী নেতা প্রধানমন্ত্রীর শেখ হাসিনা অনেক কিছু পর্যালোচনা করে এই সালটি নির্ধারণ করেছেন। কারণ প্রত্যেকটি দেশের মানুষের একটি কর্ম ক্ষমতার সময় থাকে। সেটি হলো ১৫ থেকে ৬৪ বছর বয়সের সময়কে বলা হয় ওয়ার্কিং এজ। যা ২০৩০ থেকে ২০৪০ সালের পর ধীরে ধীরে কমতে থাকবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ওয়ার্কিং এজ এর সময়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সময়। পরিবার পরিকল্পনা অধিদপ্তর মানেই শুধু নিয়ন্ত্রণ নয়, তারা শিশুর প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করে। যেন কোন বিকলাঙ্গ শিশু বা ত্রুটিপূর্ণ কোন শিশু জন্মগ্রহণ না করে।

সেই লক্ষ্যে মাঠকর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে।  কুষ্টিয়ার স্বাস্থ্য সেবা খুলনা বিভাগের মধ্যে অনেকগুলো সেক্টরে প্রথম স্থানে রয়েছে। যার উপর যে দায়িত্ব রয়েছে সেটি যদি আমরা যথাযথ দেশপ্রেম ধারণ করে কাজ করি তাহলে অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও লক্ষ্য অর্জন সম্ভব। স্বপ্নদর্শী নেতা স্বপ্ন পূরণে ওয়ার্কিং এজের সময়টা সঠিকভাবে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রীর উন্নত রাষ্ট্র গড়ার লক্ষ্যে আমাদের সবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।