মনস্তাত্ত্বিক শক্তির উন্নতি শিক্ষার্থীদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে : জিয়াউল হক
মনস্তাত্ত্বিক শক্তির উন্নতি শিক্ষার্থীদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে। সন্তানদের আদর্শ নাগরিক হিসেবে গড়তে হলে অভিভাবকদেরও নৈতিকভাবে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।

মনস্তাত্ত্বিক শক্তির উন্নতি শিক্ষার্থীদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে : জিয়াউল হক
রবিবার প্রতীতি বিদ্যালয়ে “অবিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর পারস্পরিক সম্পর্ক” শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বিশিষ্ট মনোবিজ্ঞানী জিয়াউল হক এই মন্তব্য করেন। ছাত্র ও ছাত্রীদের পৃথক সমাবেশে তিন শতাধিক শিক্ষাথী উপস্থিত ছিলেন।
প্রতীতি বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ড. মো.ইকবাল হোছাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল জনাব নজরুল ইসলাম ও কুষ্টিয়া সরকারী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. আবু সাঈদ।

আলোচনা সভায় প্রধান আলোচক শিক্ষার্থীদেরকে আদর্শ নাগরিক হওয়ার জন্যে পরিকল্পনা তৈরী, ডিভাইজ পরিহারসহ পরিকল্পিত জীবন গঠনের বিভিন্ন টিপস প্রদান করেন। একইস্থানে অভিভাবকদের এক সমাবেশে সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়তে সন্তানদের প্রতিদিন কিছু সময় দেওয়ার আহবান জানান। সমাবেশে দেড় শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।
