বিশেষ প্রতিনিধি ॥ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া সদরের দুটি ইউনিয়নে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার করতে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদার করতে গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়ন বিএনপির আয়োজনে রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে ৯টি ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হয়। এতে সভাপতিত্ব করেন উজানগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ও সার্বিক সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রউফ। এসময় ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ অংশ নেয়।
পরে সন্ধ্যা ৬টার দিকে আলামপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন পরিষদের হলরুমে ৯টি ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আরিফুল ইসলাম মুস্তাক ও সার্বিক সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসান হাবিব ওলি। এসময় ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ অংশ নেয়। পৃথক দুটি ইউনিয়নের মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব। জেলা বিএনপি সদস্য শহিদুজ্জামান খোকন ও সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক মুন্সী নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিকু ও আলমগীর হোসেনসহ দলীয় নেতাকর্মী।
এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “দলের অবস্থান শক্তিশালী করতে নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভূলে গিয়ে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। বিএনপি জনগণের দল, তাই মাঠের বাস্তবতা জানা ও মানুষের সঙ্গে যুক্ত থাকা জরুরি। তিনি বলেন, তৃণমূলে সংগঠন সক্রিয় করতে হবে। কারো বিরুদ্ধে কোন মতামত থাকলে আমাকে অথবা সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে জানালে তার বিষয়ে সমাধান করা হবে।“আগামী দিনের রাজনীতি হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি। নির্বাচনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি নির্বাচিত সরকার গঠন করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসিস সরকার আমলে দেশের মানুষেন স্বাধীনতা ছিলো না। নির্বাচনের আগে প্রতিটি মানুষের ঘরে ঘরে গিয়ে জনগণের সমর্থন অর্জন করতে হবে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপির ৩১ দফা কর্মসূচির বিষয়ে তুলে ধরেন।
জনগণ বিগত ১৭ বছর ভোট দিতে পারে নাই, তাই তাদেরকে বলতে হবে রাষ্ট্র কাঠামো মেরামতে ধানের শীষের বিকল্প নেই। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। এদিকে সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা এলাকায় সাংগঠনিক অবস্থান, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিভিন্ন মতামত তুলে ধরেন। তারা অভিযোগ করেন, রাজনৈতিক মাঠে এখনো অনেকে ধানের শীষের বাইরে থেকে একটি পক্ষের সাথে কাজ করছে। স্থানীয় নেতৃবৃন্দ আরো বলেন, নির্বাচনের বেশি সময় নেই, তাই আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত রয়েছি সকলে এক হলে জনগণের বিশ্বাস অর্জন করলে ধানের শীষের বিজয় সু নিশ্চিত হবে। সভা শেষে স্থানীয় জনগণের সমস্যাবলি সমাধানে অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
