কুষ্টিয়ায় ঈদ সামনে রেখে ছিনতাই আতঙ্কে সাধারণ মানুষ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ঈদ সামনে রেখে ছিনতাই আতঙ্কে সাধারণ মানুষ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৬, ২০২৩
কুষ্টিয়ায় ঈদ সামনে রেখে ছিনতাই আতঙ্কে সাধারণ মানুষ

১ মাসেরও কম সময়ে কুষ্টিয়ার ২টি উপজেলায় ৩টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পাশাপাশি বেড়েছে ছিনতায়ের ঘটনা। ডাকাতেরা বাড়ির লোকজনের ওপর হামলা করে তাদের জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ নিয়ে গেছে দামি মালামাল। ডাকাতদের হামলায় এ পর্যন্ত গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৫জন। ঈদ সামনে রেখে একের পর এক ডাকাতির ঘটনায় জেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশ এসব ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

কুষ্টিয়ায় ঈদ সামনে রেখে ছিনতাই আতঙ্কে সাধারণ মানুষ

কুষ্টিয়ায় ঈদ সামনে রেখে ছিনতাই আতঙ্কে সাধারণ মানুষ

কুষ্টিয়ায় ঈদ সামনে রেখে ছিনতাই আতঙ্কে সাধারণ মানুষ

গত ১৯ মার্চ রাতে কুষ্টিয়ার কুমারখালীর উপজেলার যদুবয়রা ইউনিয়নের এনায়েতপুর গ্রামের প্রবাসফেরত আহমেদ রাজুর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল বাড়িতে প্রবেশ করেই আহমেদ রাজুর বড় ভাই আরজু বিশ্বাসের ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন। এতে তিনি গুরুতর জখম হন।

এরপর একে একে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে ডাকাত দল। ৫ সদস্যেদের ডাকাত দল বাড়ি তছনছ করে এই বাড়ি থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা, ২০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে কেটে পড়ে। একই দিন রাজুর চাচাতো ভাই মিরাজের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হলেও এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এর ১২দিনের মাথায় গত ১ এপ্রিল একই উপজেলার বাগুলাট ইউনিয়নের শেখপাড়া গ্রামের আব্দুর রহিমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই দিন রাত সাড়ে ১২টার দিকে স্বাস্থ্য সহকারী আব্দুর রহিমের পাকা বাড়িতে কালো পোশাক ও মাস্ক পরে চারজন ডাকাত ঢোকে। তার ৬ বছরের শিশু সন্তানের সামনেই ডাকাতেরা আব্দুর রহিমকে কুপিয়ে জখম করে। সঙ্গে তার স্ত্রী তহমিনা খাতুনকে রড দিয়ে পিটিয়ে আহত করে। ১০-১৫ মিনিট ধরে ডাকাত দল বাড়ি তছনছ করে। এ সময় নগদ ২ লাখ ৪০ হাজার টাকা ও ৯ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় মামলা হয়েছে থানায়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসীন সোহাইন বলেন, ‘ডাকাতি ও দস্যুতার ঘটনায় ২টি মামলা হয়েছে। তদন্ত চলমান আছে। অচিরেই ডাকাতদলকে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ।’

এদিকে কুমারখালীতে ডাকাতির পাশাপাপাশি চাউল বোঝাই ট্রাক ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে। ট্রাকের ড্রাইভার নুর আলম জানান, ২ তারিখ রাতের বেলা দিনাজপুর থেকে ২০ টন চাল লোড দিয়ে বরিশালের গৌরনদী যাওয়ার সময় কুষ্টিয়ার কুমারখালীর উপজেলার মাসউদ রুমী সেতু এলাকায় একটি গাড়ি এসে তাদের ট্রাকের সামনে দাঁড়ায়। তারা আইন শৃংখলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে গাড়ি থামিয়ে তাদের জিম্মি করে ট্রাকটি ঘুরিয়ে নিয়ে ঝিনাইদহ চলে যায়। সেখানে যাওয়ার পর তাদের নামিয়ে দেয়া হয়। পরে জরুরি সেবায় ফোন দিলে ঝিনাইদহ থানায় যেতে বলে, সেখানে যাওয়ার পর কুমারখালী থানায় পাঠায়। পরদিন কুমারখালী থানায় গেলে মামলা না নিয়ে উল্টো হেলপার ও আমাকে আটকে রাখে। কয়েকদিন ধরে ঘুরলেও কোন মামলা নিচ্ছে না কুমারখালী থানা।

গত ৪ এপ্রিল ভেড়ামারায় ডিস ব্যবসায়ী পিতা-পুত্রের ওপর বোমা ফাটিয়ে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় আশরাফুল ইসলাম ও তার পুত্র আবিদসহ ৪জন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ১ এপ্রিল জেলার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের লাউবাড়িয়া গ্রামের মেহেদী হাসান বিল্পব, গড়বাড়ি গ্রামের সাজ্জাদ হোসেন ও বোয়ালিয়া ইউনিয়নের কিশোরীনগর গ্রামের সাবেক ইউপি সদস্য জাকির হোসেনকে গড়বাড়ি-চৌহর্দীরমাঠ সড়কের মাঠের মধ্যে অস্ত্রের মুখে জিম্মি করে গাছের সঙ্গে বেঁধে রেখে তিনটি মটর সাইকেল ছিনিয়ে নেয় অস্ত্রধারীরা। পরে এলাকার লোকজন তাদের উদ্ধার করে।

এদিকে ৫ এপ্রিল রাতের বেলা জেলার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ পরানখালী আনার মোড় দফাতদার পাড়ায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। রাত ২টার দিকে বাড়ির লোকজনকে জিম্মি করে ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে বাড়ির গৃহকর্তা শাজাহান আলী দাবি করেন।

ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফিস ইকবাল জানান, তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন। বাড়ির লোকজনই অসংলগ্ন কথাবার্তা বলছেন। বিষয়টি অধিকতর তদন্ত করা হচ্ছে। প্রকৃত ডাকাতি না অন্য কোন বিষয় আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম বলেন, ‘কয়েকটি ডাকাতির মতো ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত করছে। ইতিমধ্যে অনেক অগ্রগতি হয়েছে। পুরো গ্যাংকে আইনের আওতায় আনার জন্য কাজ চলমান আছে। ঈদ সামনে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কঠোর অবস্থানে আছে।’

আরও পড়ুন: