কুষ্টিয়ায় ডুসাক এর ঈদ পূর্নমিলনী
কুষ্টিয়ায় ঢাকা ইউনিভার্সিটি এক্স স্টুটেন্ড এসোসিয়েশন (DUSAK) ডুসাক’র ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার কুষ্টিয়া সরকারী কলেজের শিক্ষক মিলনায়তনে ডুসাকের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকু’র সভাপত্বিতে আয়োজিত এই ঈদ পূর্নমিলনে কুষ্টিয়া জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ন বিভাগ ও দপ্তরে কর্মরত ঢাবিয়ানরা জড়ো হয়ে প্রানের ক্যাম্পাসে ফেলে আসা স্মৃতি বিজড়িত অনুভুতির ভাগাভাগি করলেন একে অন্যের সাথে। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ।

কুষ্টিয়ায় ডুসাক এর ঈদ পূর্নমিলনী
ডুসাকের সাধারণ সম্পাদক সাদেকুর রহমানের শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, অনেকদিন পর এই মিলন মেলা প্রত্যাশার চেয়ে অনেক বেশি উপস্থিতি ডুসাক কে আবার উজ্জীবিত করে তুলেছে। আজকের মিলনমেলায় উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ড. মো: মতিনুর রহমান,এডওয়ার্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মোহা.আব্দুল লতিফ, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো: কবুয়ত আলী বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো: ফরহাদ হোসেন খানের অনুপ্রেরণামূলক বক্তব্য ডুসাককে সামনে এগিয়ে যাবার স্পৃহা জাগিয়ে তুলবে আশা করি।
ব্যাংক এশিয়ার ম্যানেজার হাসানুজ্জামান রাসেল,উত্তরা ব্যাংকের ম্যানেজার আনোয়ারুল ইসলাম রূপালী ব্যাংকের ম্যানেজার জামাল, জনতা ব্যাংকের ম্যানেজার মুন্না,সাজ্জাউল সুজন,রিয়াজ ও বাবুলের নেতৃত্বে অন্যান্য ব্যাংকার ভাইগণের উপস্থিতি ডুসাকের সকল অনুষ্ঠানকে প্রাণবন্ত করে চলেছে।
কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, সরকারি সেন্ট্রাল কলেজ,জিলা স্কুল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ঢাবিয়ানদের সরব উপস্থিতি ও উচ্ছ্বাস সবার নজর কেড়েছে। ওলিউর ভাই,ছামিউল,রফিক ভাই,আনিস ভাই,কাইয়ুম, রাইসুল,সাধন,সাইদুল, সাইফুজ্জামান স্যার,কমরেড আলাউদ্দিন,আশরাফ, মাসুম বিল্লাহ, তাজবীর,নবাগত এমদাদের উপস্থিতি অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেছে। সার্বক্ষণিক সহযোগিতার জন্য নাজমুল,টিপু সুলতান, খোকন ভাই,মামুন স্যার,রুহুল আমিন, মিতুল,নাহারুল, ফয়সাল ভাইয়ের কাছে চিরকৃতজ্ঞ।
![]()
মিডিয়া কাভারেজ দিতে সর্বদা ব্যস্ত ছিলেন সাংবাদিক হাসান ভাই। সময় স্বল্পতার কারণে লাবণ্যর ড্যান্স, MTBL এর আনোয়ার ভাইয়ের মন পাগল করা শিষ, রওশনের কৌতুক আর সাজ্জাদ জাহিদের গান শোনা থেকে সবাই বঞ্চিত হলাম। আগামী শীতের শুরুতে ফ্যামিলি গেট টুগেদার করার প্রত্যয় নিয়ে অনুষ্ঠান শেষ হয়। এগিয়ে যাক ডুসাক,খুঁজে পাই সবাই মনের খোরাক।
