ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপদেষ্টা পরিষদের চার কর্মকর্তার পদত্যাগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপদেষ্টা পরিষদের চার কর্মকর্তার পদত্যাগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১১, ২০২৫

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির উপদেষ্টা পরিষদের চার সদস্য একযোগে পদত্যাগ করেছেন। আগামী ২০২৬–২০২৭ মেয়াদের কর্মকর্তা সমিতির নির্বাচন ও সাধারণ সভা নিয়ে জটিলতা তৈরি হওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) কর্মকর্তা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা। তারা পদত্যাগ পত্রে উল্লেখ করেন, সিনিয়র কর্মকর্তাদের দ্বারা সমিতির স্বার্থ রক্ষার্থে উপদেষ্টা পরিষদ গঠন করা হলেও নির্বাচন ও সাধারণ সভা না হওয়ার বিষয়টি অচলাবস্থার সৃষ্টি করেছে। জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সিদ্ধান্ত অনুযায়ী তারা পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তারা দ্রুত নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং সমিতির সার্বিক স্বার্থে বর্তমান অচলাবস্থা নিরসনের আহ্বান জানান।

জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির নেতৃত্বে আওয়ামী পন্থী কর্মকর্তারা ছিলেন। গত বছরের ৫ আগস্টের পরে কর্মকর্তা সমিতি নিস্ক্রিয় হয়ে পড়ে। এর প্রেক্ষিতে সমিতির স্বার্থ রক্ষার্থে অন্তর্বর্তী সময়ের জন্য একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এতে জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট, গ্রিন ফোরাম কর্মকর্তা ইউনিট ও জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের সিনিয়র কর্মকর্তাদের সদস্য রাখা হয়। সমিতির চলতি কমিটির মেয়াদ শেষ পর্যায়ে হওয়ায় উপদেষ্টা পরিষদ সমিতির সাধারণ সভা ও নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে মতবিরোধ সৃষ্টি হয়।

এর পরিপ্রেক্ষিতে উপদেষ্টা পরিষদ থেকে জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের কর্মকর্তারা পদত্যাগ করেন। পদত্যাগকারী চার সদস্য হলেন- উপদেষ্টা পরিষদের আহ্বায়ক ও এস্টেট প্রধান মো. আলাউদ্দিন, সদস্য ও পরীক্ষা নিয়ন্ত্রক ড. ওয়ালিউর রহমান, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মো. গোলাম মওলা ও উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মীর সিরাজুল ইসলাম। উপদেষ্টা পরিষদের আহ্বায়ক মো. আলাউদ্দিন বলেন, ‘কর্মকর্তা সমিতির মেয়াদ শেষ পর্যায়ে হওয়ায় আমরা নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম। তবে কিছু উপদেষ্টা এখনই নির্বাচন দিতে চাচ্ছে না। আমরা এ বিষয়ে সকল কর্মকর্তাদের মতামত উত্তোলন করি। সেখানে ৪০৫ জন কর্মকর্তা নির্বাচনের বিষয়ে মতামত দেয়। এই মতবিরোধের কারণে আমরা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করি। আমরা সমিতির ধারাবাহিক কার্যক্রম বজায় রাখতে নির্ধারিত সময়ে নির্বাচন চাচ্ছি।’