ইসলামিয়া কলেজ পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত হলেন ডা. তাপস - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইসলামিয়া কলেজ পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত হলেন ডা. তাপস

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ২৯, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া ইসলামিয়া কলেজ পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার। কলেজটির পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী ও ভারপ্রাপ্ত  অধ্যক্ষ হাবিবুল ইসলাম মেডিকেল প্রাকটিশনার সদস্য পদ অনুমোদন দিয়েছেন। এতে কমিটির অন্যান্য সদস্যরা ডা. তাপস কুমার সরকারকে শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন। ডা. তাপস কুমার সরকার বলেন, ইসলামিয়া কলেজ পরিচালনা পরিষদে আমাকে সদস্য নির্বাচিত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এই কলেজটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে আমার ভূমিকা থাকবে।