বিশেষ প্রতিনিধি ॥ ইবি থানা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৩ জানুয়ারি) বিত্তিপাড়া বাজারস্থ ইবি প্রেসক্লাবের কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রেসক্লাবের বর্তমান ও সম্ভাব্য নেতৃবৃন্দসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। ইবি প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক (রাজ) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ বিল্লাহ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল। এছাড়াও উপস্থিত ছিলেন, ইবি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম এবং অর্থ সম্পাদক নাজমুল হাসান সদস্য আজিজুল ইসলাম, তিতাস আহমেদ, জুয়েল হোসেন, মহসিন আলী ও মাসুম হোসেন।
সভায় সর্বসম্মতিক্রমে ইবি থানা প্রেসক্লাবকে ভবিষ্যতে আরও কার্যকর, সংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় প্রধান অতিথি শাহারিয়া ইমন রুবেল বলেন, “সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করেন, তবে প্রেসক্লাব সমাজ ও রাষ্ট্রের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।” সভাপতির বক্তব্যে সভাপতি আব্দুর রাজ্জাক (রাজ) বলেন, “প্রেসক্লাবের সাংবাদিকদের সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে।
পেশাগত নৈতিকতা বজায় রেখে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।” তিনি আরও বলেন, প্রেসক্লাব পরিচালনায় ইসলামী মূল্যবোধ ও নীতিনৈতিকতার আলোকে একটি খসড়া নীতিমালা প্রণয়ন করা জরুরি। উল্লেখ্য, ইবি থানা প্রেসক্লাব ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ সময় পর অনুষ্ঠিত এই প্রথম সাধারণ সভাকে কেন্দ্র করে সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা, আশাবাদ ও সক্রিয়তার বহিঃপ্রকাশ লক্ষ্য করা গেছে।
