ইবি ছাত্রলীগের কমিটির মেয়াদ দুই বছর পূর্ণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবি ছাত্রলীগের কমিটির মেয়াদ দুই বছর পূর্ণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ৩, ২০২৪

ইবি প্রতিনিধি ॥ প্রতিকূলতা পেরিয়ে ২ বছর পূর্ণ করল ইসালামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি। গত বুধবার (৩১ জুলাই) ১ বছরের জন্য গঠিত কমিটির মেয়াদ দুই বছর পূর্ণ হয়েছে। এর আগে ২০২২ সালের ৩১ জুলাই ফয়সাল সিদ্দিকী আরাফাতকে সভাপতি এবং নাসিম আহমেদ জয়কে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছিল কেন্দ্র।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের তৎকালীন সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ কমিটির অনুমোদন দেন। জানা গেছে, ২০২৪ সালের ১০ মে ৮ বছরের অপেক্ষা কাটিয়ে পূর্ণাঙ্গ কমিটি পায় ইবি ছাত্রলীগ। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ১৯৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।

পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর থেকে স্বাভাবিকভাবেই চলছে শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম। ইবি শাখা ছাত্র লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, এই ২ বছরে যারা আমাদের পাশে ছিলেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা নেতৃত্বে আসার পর থেকে বিশ্ববিদ্যালয়টি অত্যান্ত সুশৃঙ্খলভাবে চলেছে। এর জন্য ইবি ছাত্রলীগের ভূমিকা অনস্বীকার্য। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক বিষয়ে আমরা সবসময় পাশে থেকেছি।

৮ বছরের অচলায়তন ভেঙ্গে আমরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে সক্ষম হয়েছি। বিশ্ববিদ্যালয়ে ই-পেমেন্ট চালুর বিষয়ে ইবি ছাত্রলীগ গুরুত্বের সঙ্গে ভূমিকা পালন করেছে। এগুলো আমাদের প্রাপ্তি। তবে একটি জায়গায় অপ্রাপ্তি রয়েছে সেটা হলো হল এবং অনুষদ কমিটি এখনও গঠন হয়নি। তবে শিক্ষার পরিবেশ ফিরে আসলে আমরা সম্মেলনের মাধ্যমে এই অপ্রাপ্তিটুকুও দূর করব।

২ বছর পূর্তিতে কি ধরনের চিন্তা-ভাবনা রয়েছে এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, কিছুদিন আগে পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। আমাদের চিন্তা-ভাবনা চলমান কোটাবিরোধী সমস্যা নিরসনে কাজ করা, শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের প্রতিহত করা এবং সর্বোপরি আমরা আগস্ট মাসে যে কর্মসূচি নিয়েছি তা বাস্তবায়ন করা। এরপর শিক্ষার পরিবেশ ফিরে আসলে আমাদের হল এবং অনুষদ কমিটি গঠন করার চিন্তা-ভাবনা রয়েছে।