ইবির টিএসসিসির নতুন পরিচালক অধ্যাপক ড. জাকির - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবির টিএসসিসির নতুন পরিচালক অধ্যাপক ড. জাকির

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ২০, ২০২৪

ইবি প্রতিনিধি ॥ আগামী ১ বছরের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন টিএসসিসির নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন। গতকাল শনিবার (১৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, টিএসসিসির পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মহববত হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করে তদ্বস্থলে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেনকে ১৯ অক্টোবর, ২০২৪ থেকে আগামী ১ বছরের জন্য উপাচার্য নিয়োগদান করেছেন।

এ দায়িত্ব পালনে তিনি নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন। নবনিযুক্ত টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, আমাকে এই দায়িত্বে উপযুক্ত মনে করায় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। টিএসসিসি মূলত শিক্ষার্থীদের জায়গা, তাদের পদচারণাতেই টিএসসিসি মুখরিত হবে। আমি চেষ্টা করবো টিএসসিসির বিরাজমান সমস্যাগুলো সমাধান করে শিক্ষার্থীদের জন্য উপযুক্ত করে তুলতে। এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগীতা প্রত্যাশা করছি।