ইবির টিএসসিসির নতুন পরিচালক ড. মহব্বত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবির টিএসসিসির নতুন পরিচালক ড. মহব্বত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ১, ২০২৪

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক বছরেরও অধিক সময় ধরে বন্ধ থাকা ক্যাফেটেরিয়া দ্রুতই খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) নতুন পরিচালক অধ্যাপক ড. মহববত হোসেন। দায়িত্ব গ্রহণকালে তিনি জানান, টিএসসিসি সংশ্লিষ্ট সকল কাজ করার সর্বাত্মক চেষ্টা করব।

দীর্ঘদিন ধরে ক্যাফেটেরিয়া বন্ধ রয়েছে। তাই শিক্ষার্থীদের সুবিধার্থে শীঘ্রই ক্যাফেটেরিয়া খোলার চেষ্টা করব। পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রমগুলো আরো বেগবান করারও পরিকল্পনা আছে। গতকাল রোববার (৩০ জুন) দুপুর ১টায় টিএসসিসি পরিচালকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী পরিচালক বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল।

র আগে গত ২০ মে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আগামী ১ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেন। এসময় উপস্থিত ছিলেন ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম ও ড. মেহের আলী, বাংলা বিভাগের অধ্যাপক ড. শেখ রেজাউল করিম ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. শফিকুল ইসলাম ।