ইবিতে ৮ মাসের মেয়েকে বাবার কোলে রেখে ভর্তিযুদ্ধে মা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবিতে ৮ মাসের মেয়েকে বাবার কোলে রেখে ভর্তিযুদ্ধে মা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২৬, ২০২৪

ভর্তি যুদ্ধে হার মানতে নারাজ

 

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)অনুষঠিত হয়েছে ধর্মতত্ত অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। এই যুদ্ধে হার মানতে নারাজ ৮ মাস বয়সী মেয়ের মাও। ছোট্ট মেয়েকে বাবার কোলে রেখে অংশগ্রহন করেছে এই ভর্তি যুদ্ধে। গতকাল শনিবার (১১ মে) বেলা ১২টায় শুরু হওয়া ইবির ধর্মতত্ত পরীক্ষায় এ ব্যাতিক্রম চিত্র দেখা যায়। মা অনুষদ ভবনে পরীক্ষা দিচ্ছে। এদিকে বাবা আবু বকর ৮ মাসের মেয়েকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের বটতলায় অপেক্ষার প্রহর গুণছেন। মেয়েকে শান্ত রাখার চেষ্টায় পায়চারি করছে বাবা। কিনে দিচ্ছে হাওয়াই মিঠায়। মেয়েকে পাখি দেখাচ্ছে। গাছের পাতা ছিড়ছে কখনো বা খেলছে মেয়ের সাথে। উদ্দেশ্য একটায় শান্ত রাখতে হবে মেয়েকে। কারণ তার মায়ের যুদ্ধ শেষ হয়নি এখনো। জানা যায় ধর্মতত্ত অনুষদের তিনটি ও কলা অনুষদের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ৩২০টি আসনের বিপরীতে আবেদনকারী ছিল ১ হাজার ৯০৬ জন। পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৭৭৪ জন যা মোট আবেদনের ৯৩ শতাংশ।