ইবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ২৬, ২০২৪

ইবি প্রতিনিধি ॥ আনন্দ র‌্যালি, আলোচনা সভা সহ বিভিন্ন আয়োজনে চযধৎসধপরংঃং: গববঃরহম এষড়নধষ ঐবধষঃয ঘববফং’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফার্মেসি বিভাগের আয়োজনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৪ পালিত হয়েছে। গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের সামনে থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভাগের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ারুল হক, প্রভাষক রেহেনুমা তানজিন ও রসূল করিম। র‌্যালিশেষে শিক্ষার্থীদের সাথে ফটোসেশন করেন বিভাগের শিক্ষকরা। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ ফার্মেসি স্টুডেন্টস এসোসিয়েশন, ইবি শাখা। শিক্ষার্থীরা বলেন, আগে মনে করা হতো ফার্মাসিস্টরা শুধু ঔষুধ তৈরী করে।

তবে এখন তাদের হেলথ সিস্টেমের ভেইনগার্ড। তাই ফার্মাসিস্টরা বর্তমানে সরাসরি পেশেন্টদের সাথে জড়িত। ঔষধের সংরক্ষণ, রোগীদের কাউন্সিলিং এর মতো গুরুত্বপূর্ণ কাজে ফার্মাসিস্টরা অবদান রাখছেন। উল্লেখ্য, ফার্মেসি পেশায় কর্মরতদের উৎসাহ প্রদান, সাধারণ মানুষকে এ মহান পেশা সম্পর্কে জানাতে এবং এ পেশার মানকে উচ্চ মর্যাদার আসনে আসীন রাখতে ২০১০ সাল থেকে সারাবিশ্বে এই দিবস পালিত হয়ে আসছে।