ইবিতে ‘কর্মস্থলে নৈতিকতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা বিধানে করণীয়’ শীর্ষক কর্মশালা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবিতে ‘কর্মস্থলে নৈতিকতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা বিধানে করণীয়’ শীর্ষক কর্মশালা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৩, ২০২৪

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘কর্মস্থলে নৈতিকতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা বিধানে করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (০২ ডিসেম্বর) সকাল ১০ টায় প্রশাসন ভবনের ৩য় তলায় কনফারেন্স রুমে এ কর্মশালা শুরু হয়। কনফারেন্স রুমে স্থাপিত ইন্টারেক্টিভ স্মার্ট ডিসপ্লে বোর্ড এর উদ্বোধন করা হয়। ডিন’স কমিটির সভাপতি ও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে ও উপ-রেজিস্ট্রার (শিক্ষা) গোলাম মওলার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন পদ্মা ব্যাংক লিমিটেড ঢাকা’র সাবেক এসইভিপি, সিএইচআরও, সিসিও এম আহসান উল্লাহ খান, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, অফিস প্রধানগণ এবং সিনিয়র কর্মকর্তাদের অংশগ্রহণে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, অফিস বা কর্মস্থল একজন মানুষের পরিচিতির উৎস। একজন মানুষ সমাজে নিজেকে তুলে ধরতে পারেন, এই পৃথিবীতে বিকাশ লাভ করে পরিচিতি লাভ করেন তার কর্মস্থলের মাধ্যমে। একজন মানুষ তার পরিচয় হারিয়ে অমানুষ হয়ে যাবে নৈতিকতা এবং শৃঙ্খলা না থাকলে। নৈতিকতার সঙ্গে এবং আইনের মধ্য থেকে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহবান জানান উপাচার্য। উপস্থিত শিক্ষক-কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন উপাচার্য বলেন, আপনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে কাজ করলে আল্টিমেটলি কাজটি যাবে জাতির কল্যাণে। আপনার রুটি-রুজি যার সাথে জড়িত আপনি যদি কাজ না করেন তাহলে তার সাথে আপনি প্রতারণা করছেন। এটি সম্পূর্ণ অনৈতিক, এটি আপনাদের ত্যাগ করা উচিত।