ইবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ২, ২০২৪

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১২ ই রবিউল আউয়াল, মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর জন্মদিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের আয়োজনে এই র‌্যালি আয়োজিত হয়। র‌্যালিটি উক্ত অনুষদের সামনে থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক, মেইন গেট, প্রশাসন ভবন প্রদক্ষিণ করে আবারো একই স্থানে যেয়ে সমাবেশে মিলিত হয়।

এতে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান সহ অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে বক্তারা বলেন, মহানবী (সঃ) পুরো বিশ্বের রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন। যার সম্মানে আমরা আজকের র‌্যালি করেছি তার সম্মান মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনের মধ্যেই দিয়ে রেখেছেন।

অত্যন্ত পরিতাপের বিষয়, যে মানুষটি দুনিয়াতে এসেছিলেন রহমত নিয়ে, সেই মানুষটিকে আজ দুনিয়ার বিভিন্ন জায়গায় কটুক্তি করা হচ্ছে। দুনিয়ার যে কোন মুসলমান তার জীবনের চেয়েও নবীকে বেশি ভালোবাসে। যদি প্রমাণ দিতে হয় তাহলে নিজের জীবন বিসর্জন দিয়ে হলেও বিশ্বের মুসলমান তার প্রমাণ দিবে। থিওলজি অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, বৈরী আবহাওয়া কারণে আমরা যথাসময়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে না পারলেও রবিউল আউয়াল মাসের মধ্যেই আমরা নবীর সম্মানে এমন আয়োজন করতে পেরে আমরা প্রমাণ করেছি যে রাসুল (সাঃ) প্রতি ভালোবাসায় আমাদের কোন কমতি নেই।

আমরা রাসুলকে আমাদের জীবন দিয়ে ভালোবাসি। তিনি মুসলমানদের ন্যায় কাফের, মুশরিক এবং প্রতিটি প্রাণীর জন্য রহমত। আমাদের কিছু কুলাঙ্গার রাসুল (সঃ)কে কটুক্তি করে কথা বলে। আমি হুশিয়ারি করে বলে দিতে চাই, পৃথিবীতে একজন মুসলমান বেঁচে থাকা পর্যন্তও রসুলের অপমান সহ্য করা হবে না।