ইউ.এফ.সি’র আয়োজনে নৌকা ভ্রমন ও বনভোজন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইউ.এফ.সি’র আয়োজনে নৌকা ভ্রমন ও বনভোজন 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ২৮, ২০২৪

নিজ সংবাদ ॥ ইউনিটি অফ ফ্রেন্ড সার্কেল (ইউ.এফ.সি) এর আয়োজনে দিনব্যাপী নৌকা ভ্রমন ও বনভোজন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মনি পার্কে দিনব্যাপী নৌকা ভ্রমন ও পিকনিকের আয়োজন করে ইউনিটি অফ ফ্রেন্ড সার্কেল (ইউ.এফ.সি)’র সদস্যরা। এতে ইউনিটি অফ ফ্রেন্ড সার্কেল (ইউ.এফ.সি)’র প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। ইউ.এফ.সি’র সদস্য আব্দুল আওয়াল বাদশা, মোস্তাফিজুর রহমান সুমন, রাকিবুল হাসান রিংকু, আশরাফ ও রিংকু ফেরদৌসের উদ্যোগে এই আয়োজন করা হয়।

ইউ.এফ.সি’র সদস্য ছাড়াও আয়োজনে অংশ নেন দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক ও ভারপ্রাপ্ত সম্পাদক মাহাতাব উদ্দিন লালন। গতকাল শুক্রবার সকালে কুষ্টিয়ার জিকে ঘাট থেকে নৌকাযোগে ভেড়ামারা উপজেলার মনি পার্কে পৌঁছায় ইউনিটি অফ ফ্রেন্ড সার্কেল (ইউ.এফ.সি)’র সকল সদস্য। দুপুরে আয়োজন করা হয় মধ্যাহ্নভোজের। মধ্যাহ্নভোজ শেষে ইউ.এফ.সি’র বন্ধুদের আয়োজনে নানা অনুষ্ঠানের আযোজন করা হয়।

নাচ-গানে অংশ নেন ইউ.এফ.সি’র সদস্যরা। বাড়তি বিনোদনের জন্য ছিলো কৌতুকসহ নাটিকা উপস্থাপনা। ছিলো লাকি কুপন লটারির আযোজন। লটারি শেষে পুরষ্কার বিতরন করা হয়। দীর্ঘদিন পর বন্ধুদের একসাথে পেয়ে শৈশব, কৈশরে ফিরে যান ইউ.এফ.সি’র সদস্যরা। প্রতি বছর এই ধরনের অনুষ্ঠানের আয়োজনের অনুরোধ জানান ইউ.এফ.সি’র বন্ধুমহল।