আহ্বায়ক ও সদস্য সচিব দলকে কুক্ষিগত করে পরিচালনা করতে চাই: এ্যাড. অপু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আহ্বায়ক ও সদস্য সচিব দলকে কুক্ষিগত করে পরিচালনা করতে চাই: এ্যাড. অপু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৯, ২০২৫

কুষ্টিয়ায় বিএনপির নতুন কমিটিতে কোন গণতন্ত্র নাই: কাজল মাজমাদার

 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় জেলা বিএনপির আহ্বায়ক আহবায়ক কমিটিকে বিতর্কিত আখ্যা দিয়ে অবিলম্বে কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবিতে দলটির ত্যাগী ও পদবঞ্চিত নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের ইসলামিয়া কলেজ থেকে মিছিলটি বের হয়ে। মজমপুর রেল গেটে এসে সমাবেশে রুপ নেয়। সমাবেশ থেকে দাবী জানানো হয় বিগত ১৫ বছর আওয়ামী দুঃশাসনে নির্যাতিত নিষ্পেষিত নেতাদের বাদ দিয়ে জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। যারা এই কমিটিতে পদ পেয়েছেন তাদের দীর্ঘ ১৫ বছর আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এ কারণে অবিলম্বে আহ্বায়ক কমিটি বাতিল করে দলের ত্যাগী নেতাদের নিয়ে নতুন করে কমিটি গঠনের দাবি জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার ও আব্দুর রাজ্জাক বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিমউল হাসান অপু, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক  গোলাম কবির সহ অন্যান্য নেতারা। জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার বলেন, গতাকালকে গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদাজিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়েছে। বিএনপির অসুস্থ খালেদা জিয়ার জন্য উপস্থিত নেতা কর্মিদের কর্মিকে দোয়া চেয়ে বলেন, আমরা সবাই দোয়া করবো সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। কাজল মাজমাদার আরও বলেন, আমাদের নেত্রী সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। কিন্তু একটা কথা দূঃখের সাথে আমরা বলতে চাই, সারা বাংলাদেশে দলের ভিতরে গণতন্ত্র আছে। কিন্তু আমাদের কুষ্টিয়ায় বিএনপির নতুন কমিটিতে কোন গণতন্ত্র নাই। পকেট কমিটি করা হয়েছে। তারা কুষ্টিয়াতে যেই ভাবে দল চালাচ্ছে, তা তাদের ব্যক্তিগত, তাদের ইচ্ছামত, তাদের আত্নকেন্দ্রিক। তাদের লোকজন দিয়ে কয়েকটি জায়গায় কমিটি দিয়েছে।

যা আপনারা তদন্ত করলেও দেখতে পারবেন। কেন্দ্র থেকে পরিস্কার বলা আছে যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখছে, যাদের আওয়ামী লীগের সাথে কোন সম্পর্ক নাই, এই ধরনের মানষ জনকে নিয়ে কমিটি গঠন করতে হবে। খোকসা থেকে দৌলতপুর পর্যন্ত যাদের আন্দোলনের সাথে কোন সম্পর্ক ছিলো না তাদেরকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। আমি জাকির ভাইকে বলতে চাই খোকসার আলাউদ্দিন খাঁ সতের বছর কোথায় ছিলেন। খোকসা থানার মত গুরুত্বপূর্ণ একটা জায়গায় তাকে আপনি আহ্বায়ক করেছেন। এটা আমাদের প্রশ্ন। আপনি কুমারখালীতে যে কমিটি গুলা দিয়েছেন, প্রত্যেকটা কমিটি বিতর্কিত কমিটি। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।  আমাদের একদফা আন্দোলন, এই কমিটি বাতিল না করা পর্যন্ত আমরা রাজপথে থাকবো, আন্দোলন চালিয়ে যাবো। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিমউল হাসান অপু বলেন, বর্তমান আহ্বায়ক ও সদস্য সচিব অত্যন্ত চালাক।

তারা চায় কুষ্টিয়া জেলায় ত্যাগি পরীক্ষিত নেতা কর্মিকে বাদ দিয়ে বিএনপিকে তাদের মুষ্ঠির মধ্যে নিয়ে দলকে কুক্ষিগত করে পরিচালনা করতে চাই। তাই আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনি আমাদের এই ত্যাগি পরীক্ষিত নেতা কর্মিদেরকে যে অবমূল্যায়ন করা হয়েছে সেই বিষয়টি বিচেনায় নিয়ে অতি শিঘ্রই আমাদের কুষ্টিয়া জেলার এই সমস্যাকে সমাধান করবে এবং এই বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিল করে সুন্দর একটি নতুন কমিটি উপহার দেবে। এর আগে গত সোমবার (৬ জানুয়ারি) সকালে শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির এই পদবঞ্চিত ও ত্যাগী নেতা কর্মীরা। তিন দিনের এই কর্মসূচির মধ্যে ছিল আজ বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ। আগামী ১২ জানুয়ারি ঢাকায় বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও অনশন এবং আগামী ১৬ জানুয়ারি কুষ্টিয়ায় অনশন ও বিক্ষোভ সমাবেশ করবেন বলে নেতাকর্মীরা জানান।