কুষ্টিয়ায় র্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামি হালিম গ্রেফতার
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় আসামি হালিম (৩০) কে গ্রেফতার করা হয়েছে। হালিম নাটোর জেলার লালপুর থানার নান্দরায়পুর এলাকার মৃত জসিম উদ্দিনের পুত্র।

কুষ্টিয়ায় র্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামি হালিম গ্রেফতার
র্যাব সূত্রে জানাযায়, গত ১৯ আগষ্ট ২০২৩ তারিখ নাটোর জেলার লালপুর উপজেলার নান্দ গ্রামে নাজমুল(২৬), নামক এক ব্যক্তিকে চাকু দ্বারা আঘাত করে হত্যা করে। উক্ত হত্যার ঘটনাটি নাটোর জেলার লালপুর উপজেলায় নান্দ গ্রামে ০৩ দিন ব্যাপী মনসা পূজার অনুষ্ঠান চলাকালিন মোটরসাইকেল গ্যারেজ করা নিয়ে নিহতে সাথে আসামিগণের সাথে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে তাকে চাকু দিয়ে আঘাত করে হত্যা করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে মৃত নাজমুন এর পিতা মোঃ আব্দুল আজিজ সরদার(৬৫) বাদী হয়ে নাটোর জেলার লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে, যার মামলা নং-২০, তারিখ-২০ আগষ্ট ২০২৩, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩০২ পেনাল কোড ১৮৬০।
এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগীতায় একটি চৌকষ আভিযানিক দল গত ৩০ আগষ্ট ২০২৩ তারিখ বিকাল ০৬.০০ ঘটিকায় ‘‘চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা এলাকায়’’ একটি অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় আসামি হালিম কে গ্রেফতার করা হয়।
![]()
