আল্লারদর্গা ব্লাড ডোনারস ফোরাম ৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আল্লারদর্গা ব্লাড ডোনারস ফোরাম ৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৪, ২০২৩
আল্লারদর্গা ব্লাড ডোনারস ফোরাম ৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে , আল্লারদর্গা ব্লাড ডোনারস ফোরাম সেচ্ছাসেবী সংগঠনের ৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । রবিবার (৩ ডিসেম্বর) বিকাল ৪ টার সময় আল্লার দর্গা ব্লাড ডোনারস ফোরামের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

আল্লারদর্গা ব্লাড ডোনারস ফোরাম ৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আল্লারদর্গা ব্লাড ডোনারস ফোরাম ৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আল্লারদর্গা ব্লাড ডোনারস ফোরাম ৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সংগঠনের উপদেষ্টা সাইফুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের, প্রতিষ্ঠাতা পরিচালক (সাংবাদিক) মোঃ শিমুল হক, সোহাগ আলী (সাধারণ সম্পাদক), শাহিনুর রহমান (সাংগঠনিক সম্পাদক), সোহাগ আলী (ক্যাশিয়ার), পারভেজ মোশারফ, (প্রচার সম্পাদক) রিভন আলী , ইভা খাতুন, চুমকি খাতুন, উম্ম সালমা জুই ,তামান্না রহমান, আল আমিন হোসেন, সাকিব হোসেন, বাধন হোসেন, রিমন আহমেদ, মাহাবুব আলম , রিয়াজুল ইসলাম রিওন। আরিফ হোসেন, সুমন রেজা, রিমন আলী, আব্দুল আল মামুন, রাফিউল ইসলাম।

অনুষ্ঠানে আল্লারদর্গা ব্লাড ডোনারস ফোরামের সকল সদস্যদের মাঝে বিকেল ৪:০০ ঘটিকার সময় টি-শার্ট, ডিজিটাল ব্যাস ফিতা, স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়। বর্ণাঢ্য র‌্যালি, দোয়া ও আনোচনা সভা, কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।